ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির পুটিয়ায় চালবোঝাই ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। গতকাল বুধবার রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন কাভার্ড ভ্যানের চালক টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার দুদু মিয়ার ছেলে বেলাল হোসেন (৩০) এবং ট্রাকচালকের সহকারী নোয়াখালীর সেনবাগ উপজেলার মোস্তফার ছেলে ইয়াকুব (৩৫)।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কাওসিক আহাম্মেদ আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে।