হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ তিন যুবক আটক 

প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে র‍্যাব-১৫। বুধবার (৭ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকা থেকে তাঁদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন-থাইংখালীর ধামনখালী এলাকার মোহাম্মদ ছৈয়দের ছেলে মোহাম্মদ মোবারক (১৮), উত্তর রহমতেরবিল এলাকার মোহাম্মদ মফিজের ছেলে সরওয়ার আলম (২২) এবং একই এলাকার মোহাম্মদ মিয়ার ছেলে আব্দুল্লাহ আল মামুন (২১)। 

কক্সবাজার র‍্যাব-১৫ 'র সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড অপারেশনস) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, টেকনাফ-কক্সবাজার সড়ক হয়ে সিএনজি চালিত অটোরিকশায় ইয়াবা পাচার হবে এমন গোপন সংবাদ ছিল। পরে র‍্যাব সদস্যরা উখিয়ার থাইংখালী বাজার সংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। একপর্যায়ে কক্সবাজার অভিমুখী একটি সিএনজিকে থামার সংকেত দেওয়া হয়। সিএনজিটি সংকেত অমান্য করে গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। পরে র‍্যাব সদস্যরা ধাওয়া করে সিএনজি থেকে তিন যুবককে আটক করলেও আরও দুজন পালিয়ে যায়। এসময় আটককৃতদের কাছ থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। 

আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে উখিয়া থানায় হস্তান্তর করেছে র‍্যাব। 

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০