নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি–জামায়াতের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার তাঁদের নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত থেকে আজ ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হচ্ছেন চরপার্বতী ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি শফিকুল ইসলাম (৫৬), একই ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন (৫৫) ও চরহাজারী ইউনিয়ন জামায়াতের কর্মী কামরুল হাসান (৩৮)।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার কোম্পানীগঞ্জ থানার এসআই আবদুর রাজ্জাক বাদী হয়ে পুলিশের ওপর হামলার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদারকে প্রধান করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।