Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীর সুবর্ণচরে কৃষকের মৃতদেহ উদ্ধার

নোয়াখালী (সুবর্ণচর) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে কৃষকের মৃতদেহ উদ্ধার

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে মো. আবদুর রব (৬৭) নামের এক কৃষকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। মৃতদেহ গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেলেও তাঁর মৃত্যু নিয়ে রহস্য থাকায় ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

জানা যায়, নিহত আবদুর রব চরজব্বার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নজর আলীর ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে গতকাল বুধবার রাতে আবদুর রবের সঙ্গে তাঁর স্ত্রীর ঝগড়া হয়। এরপর রাতে খাবার শেষে যে যাঁর মতো ঘুমিয়ে পড়েন। আজ বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজন ঘরের পাশে একটি গাছে রশি দিয়ে গলা প্যাঁচানো অবস্থায় আবদুর রবের মৃতদেহ দেখতে পান। কিন্তু তাঁর পা মাটির সঙ্গে লাগানো ছিল। 

পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে মৃতদেহের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন দেখা যায়নি। পারিবারিক কলহের জেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে। 

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত

উপদেষ্টার প্রতিশ্রুত দুই দিন শেষ, কাটেনি তেলের সংকট

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

চট্টগ্রামে ওয়াসার পানিতে লবণাক্ততায় ক্যাবের উদ্বেগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: দুই মামলায় দুজন কারাগারে

কমলনগরে স্ত্রীর যৌতুক মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে

শিকার শেষে জবাই ৭০০ পাখি, তিনজন গ্রেপ্তার

কুমিল্লায় গোমতী নদীর মাটি কাটার অপরাধে ৭ ট্রাক জব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন

রাউজানে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার