আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দ্বিতীয় দফায় ভারতের ত্রিপুরা রাজ্যে গেল ২ হাজার ৩২০ কেজি ইলিশ। আজ সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে গেছে ইলিশগুলো। চলতি সপ্তাহেই আখাউড়া দিয়ে আরও একাধিক ইলিশের চালান রাজ্যের আগরতলায় যাওয়ার কথা রয়েছে।
আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশের রপ্তানিকারক প্রতিষ্ঠান ঢাকার এসএস করপোরেশন ও এসএম করপোরেশন ৫০ হাজার কেজি মাছ রপ্তানির অনুমতি পেয়েছে। আখাউড়া স্থলবন্দরের প্রীতম এন্টারপ্রাইজ ও সাকিয়াত কনস্টেশন সিঅ্যান্ডএফ এজেন্টের দায়িত্বে কাজ করছে।
প্রীতম এন্টারপ্রাইজের প্রতিনিধি মনির হোসেন বাবুল বলেন, ত্রিপুরায় ইলিশের চাহিদা ব্যাপক। সেখানকার ব্যবসায়ীরা চাইলে আরও মাছ পাঠাতে পারব। প্রতি কেজি ইলিশ মাছ ১০ মার্কিন ডলারে ভারতের বাজারে রপ্তানি করা হচ্ছে।
আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা আলী আহমেদ জানান, ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশ রপ্তানির সুযোগ রয়েছে। এই সময়ের মধ্যেই ব্যবসায়ীরা নিয়ম মেনে ভারতে ইলিশ রপ্তানি করতে পারবেন।
আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের ওয়্যারহাউস সুপারিন্টেন্ডেন্ট মো. সামাউল ইসলাম জানান, বিকেলে তিনটি পিকআপে ১১০টি কার্টুনে ২ হাজার ৩২০ কেজি ইলিশ মাছ ত্রিপুরায় পাঠানো হয়। প্রতি কেজি ইলিশ মাছের রপ্তানি মূল্য ১০ মার্কিন ডলার, যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ১০১৩ টাকা।