হোম > সারা দেশ > চট্টগ্রাম

দেবিদ্বার পৌর কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার দেবিদ্বারে পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার ও থানায় এক নারীর করা বানোয়াট অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচি পালন করেছেন দেবিদ্বার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আজ মঙ্গলবার বেলা ১১টায় দেবিদ্বার স্বাধীনতা চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন তাঁরা। 

মানববন্ধনে বক্তারা বলেন, ‘দেবিদ্বার পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলামের বিরুদ্ধে থানাসহ সরকারি বিভিন্ন দপ্তরে কুপ্রস্তাবের অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দায়ের করেন পৌরসভায় নিয়োগে ব্যর্থ হওয়া এক নারী। গত ৩০ মার্চ পুলিশি তদন্তেও এই অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। কিন্তু ফেসবুকে কিছু সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তি মিথ্যা এই অভিযোগের কপি ও পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলামের একটি ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন। আজকের মানববন্ধন থেকে এই অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ 

মানববন্ধনে বক্তব্য রাখেন পৌরসভার প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন, সহকারী প্রকৌশলী মো. জাহিদুর রহমান, পৌর কাউন্সিলর মো. মুজিবুর রহমান, মো. হাসান আলী মেম্বার, মো. শহিদুল ইসলাম পুলিশ, কর আদায়কারী মো. রকিব হাসান ও বাজার পরিদর্শক মো. আলমগীর হোসেন।

এদিকে এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আশিক-উন-নবী তালুকদার। তিনি প্রেস বিজ্ঞপ্তির বরাত দিয়ে বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মহল পৌর নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, যা পৌরসভার ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে। ভবিষ্যতে যদি কেউ তথ্য-প্রমাণ ছাড়া অপপ্রচার চালায়, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা দেবিদ্বার থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা বলেন, ‘অভিযোগকারী ওই নারী লিখিত অভিযোগের সাক্ষী হিসেবে যাঁদের নাম উল্লেখ করেছেন, তাঁদের আমি ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছি। তাঁরা নিজেরাও জানেন না যে তাঁরা ওই নারীর সাক্ষী। সাক্ষীরা ঘটনা সম্পর্কে মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে আমার কাছে লিখিত দিয়েছেন।’

এ বিষয়ে পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, ‘পৌরসভার নিয়োগে ব্যর্থ হয়ে ওই নারী একটি কুচক্রী মহলের প্ররোচনায় পড়ে আমার বিরুদ্ধে বিভিন্ন মহলে লিখিত অভিযোগ দিয়েছে, যা ইতিমধ্যে মিথ্যা প্রমাণিত হয়েছে। এর পরও একটি মহল ওই নারীর লিখিত অভিযোগের একটি কপি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে।’ 

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন