হোম > সারা দেশ > চট্টগ্রাম

অষ্টম শ্রেণি পাসেই তিনি এমবিবিএস চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে অষ্টম শ্রেণি পাস করেই খোরশেদ আলম (৪২) নামে এক ব্যক্তি এমবিবিএস চিকিৎসক হয়েছেন। রীতিমতো চেম্বার খুলে নিজেকে মেডিসিন, নিউরোলজি, নিউরোমেডিসিন, ডায়াবেটিস বিশেষজ্ঞ পরিচয়ে রোগীও দেখছেন দীর্ঘদিন। 

তবে বাঁধ সেধেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নগরীর আকবরশাহ থানার কর্নেল জোন্স রোডে কাট্টলী মেডিকেল হল নামে একটি ফার্মেসির দোকান থেকে এই ভুয়া চিকিৎসককে আটক করে তাঁরা। 

এ সময় পুলিশ আলামত হিসেবে তাঁর কাছ থেকে চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম, নাম ফলক, ভিজিটিং কার্ড, সিলমোহর ও কাগজপত্র জব্দ করে। 

আটক খোরশেদ হাটহাজারী উপজেলার আব্দুর রহিমের ছেলে। নগরীতে তিনি সরাইপাড়া এলাকায় থাকেন। 

আকবর থানার ওসি মো. জহির হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে নিজেকে এমবিবিএস ডাক্তারের ভুয়া পরিচয়ে রোগী দেখে আসছিলেন খোরশেদ আলম। এ তথ্য পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। 

ওসি বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে খোরশেদ নিজেকে অষ্টম শ্রেণি পাস বলে স্বীকার করেন। 

জহির হোসেন বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একসময় ওয়ার্ড বয় হিসেবে কাজ করা খোরশেদ এর আগেও বিভিন্ন জায়গায় ভুয়া চিকিৎসক সেজে প্রতারণা করেছিল। এ জন্য ২০১৩ সালে কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে ৬ মাস এবং ২০১৭ সালে মাগুরার ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন। 

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ