হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটিতে চাঁদের গাড়ি খাদে, নিহত ২ 

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির রাজস্থলীতে চাঁদের গাড়ি খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক জন। আজ শনিবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, সড়ক দুর্ঘটনায় ২ জন মারা গেছেন। হতাহতদের উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেলার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার বিলাইছড়ি ও রাজস্থলীর সীমান্ত সড়কের গবাছড়া এলাকায় একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও ১ জন আহত হন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। 

নিহতরা হলেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মিনহাজুল করিম (২০) এবং হাটাজারী উপজেলার মোহাম্মদ নাঈম (২৩)। গুরুতর আহতদের মধ্যে মোহাম্মদ শাহিন নামের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর গ্রামে। 

স্থানীয়রা বলেন, সীমান্ত সড়কের কাজ শেষ করে চাঁদের গাড়িটি রাজস্থলীর উদ্দেশে যাচ্ছিল। গবাছড়া নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় গাড়িটি। এ সময় ঘটনাস্থলেই গাড়িতে থাকা ২ জন মারা যান। 

রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত ডা. বুলবুল আহম্মদ বলেন, সন্ধ্যায় ইফতারের পর হাসপাতালে দুর্ঘটনা কবলিত এলাকা হতে ৩ জনকে আনা হলে ২ জনকে মৃত পাওয়া যায়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।

বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

বিষাক্ত গ্যাস শোধন পদ্ধতি ‘উদ্ভাবন’ খুদে শিক্ষার্থীদের

বেগমগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাতে হত্যা

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

সেকশন