হোম > সারা দেশ > নোয়াখালী

ভালোবেসে বিয়ে, দুটি মৃত্যু আর দেয়ালে লেখা কয়েকটি শব্দ

নোয়াখালী প্রতিনিধি

দুই বোনের মধ্যে বনাবনি না থাকলেও তাঁদের ছেলে-মেয়েদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। একপর্যায়ে দুই পরিবারের অমতে এক বছর আগে বিয়ে করেন খালাতো ভাই-বোন মেহেদী হাসান শুভ (২২) ও তামান্না ইসলাম পিনু (১৬)। কয়েক মাস ঢাকা গিয়ে থাকার পর পরিবার মেনে নিলে নোয়াখালী ফিরে আসেন তাঁরা।  তাঁদের এ ভালোবাসার করুণ পরিসমাপ্তি হয় দুজনের মৃতদেহ উদ্ধারের মাধ্যমে। ঘটনাস্থলের পাশে দেয়ালে রক্তে লেখা ছিল কয়েকটি অস্পষ্ট শব্দ। 

আজ সোমবার সকালে নোয়াখালী পৌর এলাকার বার্লিংটন মোড়ের বসুন্ধরা কলোনির একটি বাসার দ্বিতীয় তলা থেকে পুলিশ মেহেদী-তামান্না দম্পতির মৃতদেহ উদ্ধার করে। খাটের ওপর কম্বল দিয়ে মোড়ানো ছিল তামান্নার গলাকাটা রক্তাক্ত মৃতদেহ। খাটের ওপরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলছিল মেহেদী হাসান শুভ, দুই হাত রক্তমাখা। পাশের দেয়ালে রক্তে লেখা কয়েকটি শব্দ। দেয়ালে কয়েকটি রক্তাক্ত হাতের ছাপও দেখা যায়। পুলিশ জানিয়েছে তামান্নার রক্ত দিয়েই কথাগুলো লেখেন মেহেদী। ভালোবাসার ওপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়েই হয়তো কিছু লেখার চেষ্টা করেছিলেন।

সোমবার সকালে সুধারাম মডেল থানা-পুলিশের পর ঘটনাস্থলে যায় ডিবি, পিবিআই, সিআইডিসহ আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক দল। নিহতদের মৃতদেহ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, এক মাস আগে ঢাকা থেকে মাইজদীর বসুন্ধরা কলোনির তামান্নাদের বাসায় আসেন দুজন। একই বাসায় তামান্নার মা ও ভাই থাকতেন। সোমবার সকালে তাঁদের কক্ষ থেকে শুভ ও তামান্নার কোনো সাড়াশব্দ না পেয়ে কক্ষের জানালা খুলে শুভর ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন তামান্নার বড় ভাই হোসেন আহমেদ নোমান। 

হোসেন আহমেদ নোমান বলেন, ‘পরিবারের অমতে তারা বিয়ে করেছিল। শুভ পৌর বাজারের একটি মুদি দোকানে চাকরি করত। পিনু মাইজদীর একটি বিদ্যালয়ের নবম শ্রেণিতে লেখাপড়া করে। সকালে শুভ দোকানে না যাওয়ায় আমার মায়ের মোবাইলে কল দেয় দোকানের মালিক। মা আমাদের এক আত্মীয়কে নিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে থাকায় পাশের বাসার একজন আন্টিকে কল দিয়ে আমাকে জানাতে বলে। আমি তাদের শয়নকক্ষের বাইরে গিয়ে অনেকক্ষণ ডাকাডাকি করলে ভেতর থেকে কোনো সাড়া পাচ্ছিলাম না। পরে একটি কাঠ দিয়ে জানালা খুলে শুভকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।’

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোর্তাহিন বিল্লাহ বলেন, ‘দেয়ালের রক্তের লেখাগুলো দেখে বোঝা যাচ্ছে তাদের প্রেমের সম্পর্ক বা বিয়ে নিয়ে কোনো পারিবারিক ঝামেলা চলছিল। যার পরিপ্রেক্ষিতে এ ঘটনা। প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে প্রচণ্ড ক্ষোভ থেকে তরকারি কাটার বটি-দা দিয়ে স্ত্রী তামান্নার গলা কেটে হত্যা করে অবশেষে নিজে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন শুভ। তবে ঘটনাটি আরও তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ