হোম > সারা দেশ > চট্টগ্রাম

সেতুমন্ত্রীর স্ত্রীসহ ১৮ জনের বিরুদ্ধে ‘জনতার আদালতে জিডি’ করলেন কাদের মির্জা

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা তাঁকে হত্যা ও নেতাকর্মীশূন্য করার জন্য যাঁরা নীলনকশা এঁকেছেন তাঁদের বিরুদ্ধে জনতার আদালতে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় তাঁর ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে তিনি জিডির বিষয়টি উল্লেখ করেন।

মির্জা কাদের তাঁর ফেসবুক পেজে স্ট্যাটাসের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রী অ্যাডভোকেট ইসরাতুন্নেসার বিরুদ্ধে জনতার আদালতে জিডি করেন। এ ছাড়া ওই স্ট্যাটাসে আরও অনেকের নাম উল্লেখ করেন। উল্লেখ করা অন্যররা হলেন—ফেনীর এমপি নিজাম হাজারী, নোয়াখালীর এমপি একরামুল করিম চৌধুরী, নোয়াখালীর পুলিশ সুপার শহীদুল হক (শহীদুল ইসলাম), কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল হক মীর, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন, সেতুমন্ত্রীর সহকারী জাহাঙ্গির আলম, দাগনভুঁইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, তাঁর স্ত্রী ও মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন রুনু, ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের তিন ভাগনে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সদস্য ফখরুল ইসলাম রাহাত, রামপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সিরাজিস সালেকিন রিমন, চরফকিরা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জায়েদল হক কচি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, চরএলাহী ইউনিয়ন পরিষদের পুনঃনির্বাচিত চেয়ারম্যান আবদুর রাজ্জাক, চরকাঁকড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হানিফ সবুজ এবং স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও মুছাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীনের বিরুদ্ধে জনতার আদালতে জিডি করেছেন বলে তিনি উল্লেখ করেন। 

এ ছাড়া তিনি একই স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, ‘বিচারপতির কাছে বিচার চেয়ে পাইনি, তাই বিচারপতির বিচার করে যে জনতা, সেই জনতার কাছে বিচার দিলাম। যে জনগণ আমার প্রাণশক্তি, সেই জনগণ আমাকে প্রেরণা জোগাবেন। সত্যের যে প্রদীপশিখা জ্বালিয়েছি, লাজভয়-লোকভয় তা কখনোই নেভাতে পারবে না। মহান আল্লাহ আমার সহায় হোক। দোয়া করবেন সকলে।’ 

জনতার আদালতে করা মেয়র কাদের মির্জার জিডির বিষয়টি প্রকাশ করার পর থেকে কোম্পানীগঞ্জের সব মহলে মূল আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। 

পাহাড় কাটা নিয়ে টম অ্যান্ড জেরি খেলতে পারব না: পরিবেশ উপদেষ্টা

ফেনী পলিটেকনিক ছাত্রাবাসে থাকার জন্য লাগবে ডোপ টেস্ট সনদ

বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

বিষাক্ত গ্যাস শোধন পদ্ধতি ‘উদ্ভাবন’ খুদে শিক্ষার্থীদের

বেগমগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাতে হত্যা

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

সেকশন