হোম > সারা দেশ > কক্সবাজার

সমুদ্রসৈকতে গোসলে নেমে তরুণের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে মোহাম্মদ সায়মন (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ রোববার সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। তিনি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলমের ছেলে। 

সমুদ্রসৈকতে পর্যটকদের সেবায় নিয়োজিত বিচ কর্মীদের সহকারী সুপারভাইজার মো. বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

এ নিয়ে গত চার মাসে সমুদ্রসৈকতে গোসলে নেমে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি মাসে দুজন, সেপ্টেম্বর মাসে তিনজন, আগস্টে দুজন, জুলাই ও জুন মাসে একজন সাগরে ভেসে গিয়ে মারা যায়। 

সহকারী সুপারভাইজার মো. বেলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিকেলে সমুদ্রসৈকতের কলাতলী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি ডিভাইন রিসোর্ট এলাকায় সায়মনসহ চার বন্ধু গোসলে নামেন। তারা টায়ার টিউব নিয়ে গোসলে নেমেছিলেন। 

এ সময় উত্ত‍াল সাগরের ঢেউয়ের চাপে সায়মন টিউব থেকে ছিটকে পড়ে ভেসে যায়। এতে সাগরমুখী স্রোতের টানে সায়মন ভেসে যেতে থাকেন। তার বন্ধুদের চিৎকারে লাইফগার্ড কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খোঁজ করেও সায়মনের সন্ধান পায়নি।’ 

বেলাল হোসেন বলেন, ‘পরে সৈকতের কলাতলী পয়েন্ট সায়মনের নিথর দেহ ভেসে আসে। লাইফগার্ড কর্মীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সাগরে গোসলে নেমে মৃত্যু হওয়া তরুণের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ