হোম > সারা দেশ > চট্টগ্রাম

সমুদ্রসৈকতে গোসলে নেমে তরুণের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে মোহাম্মদ সায়মন (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ রোববার সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। তিনি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলমের ছেলে। 

সমুদ্রসৈকতে পর্যটকদের সেবায় নিয়োজিত বিচ কর্মীদের সহকারী সুপারভাইজার মো. বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

এ নিয়ে গত চার মাসে সমুদ্রসৈকতে গোসলে নেমে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি মাসে দুজন, সেপ্টেম্বর মাসে তিনজন, আগস্টে দুজন, জুলাই ও জুন মাসে একজন সাগরে ভেসে গিয়ে মারা যায়। 

সহকারী সুপারভাইজার মো. বেলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিকেলে সমুদ্রসৈকতের কলাতলী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি ডিভাইন রিসোর্ট এলাকায় সায়মনসহ চার বন্ধু গোসলে নামেন। তারা টায়ার টিউব নিয়ে গোসলে নেমেছিলেন। 

এ সময় উত্ত‍াল সাগরের ঢেউয়ের চাপে সায়মন টিউব থেকে ছিটকে পড়ে ভেসে যায়। এতে সাগরমুখী স্রোতের টানে সায়মন ভেসে যেতে থাকেন। তার বন্ধুদের চিৎকারে লাইফগার্ড কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খোঁজ করেও সায়মনের সন্ধান পায়নি।’ 

বেলাল হোসেন বলেন, ‘পরে সৈকতের কলাতলী পয়েন্ট সায়মনের নিথর দেহ ভেসে আসে। লাইফগার্ড কর্মীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সাগরে গোসলে নেমে মৃত্যু হওয়া তরুণের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন