হোম > সারা দেশ > চট্টগ্রাম

কক্সবাজার-১: এমপি জাফর আলমের ভোট বর্জন 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

বিজিবি ও একটি বিশেষ গোয়েন্দা সংস্থার নেতৃত্বে অধিকাংশ কেন্দ্র দখল করে ভোট ডাকাতি ও এজেন্টদের মারধরসহ বের করে দেওয়ার অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সরকারদলীয় বর্তমান সংসদ সদস্য, ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জাফর আলম।

আজ রোববার বেলা ৩টার দিকে জাফর আলমের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ভিডিও বার্তায় ভোট বর্জনের ঘোষণা দেন।

আজ সকাল ৮টায় এ আসনে ভোট গ্রহণ শুরু হয়। এ আসনের বর্তমান সংসদ সদস্য জাফর আলম এবার মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হন। 

চকরিয়া-পেকুয়াবাসীর উদ্দেশে ভিডিও বার্তায় জাফর আলম বলেন, ‘বিজিবি ও একটি বিশেষ গোয়েন্দা সংস্থার নেতৃত্বে অধিকাংশ কেন্দ্র দখল করে ভোট ডাকাতি ও আমার এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়ার প্রতিবাদ জানিয়ে ভোট বর্জন করছি।’ 

তিনি আরও বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ট্রাক প্রতীক নিয়ে ভোটে অংশ নিয়েছিলাম। চকরিয়া-পেকুয়ার মানুষ আমাকে অকুণ্ঠ সমর্থন দিয়েছিল। এটা বুঝতে পেরে আজ দুপুর ১২টার পর থেকে বিভিন্ন কেন্দ্র দখল করে একটি বিশেষ গোয়েন্দা সংস্থা ও বিজিবি আমার এজেন্টদের পিটিয়ে বের করে সিল মারে। এমনকি প্রিসাইডিং কর্মকর্তাদেরও নির্মমভাবে আহত করে।’ 

প্রতিরোধ না করে ভোট বর্জন করার বিষয়ে জাফর আলম বলেন, ‘আমি ভাবলাম প্রতিরোধ করতে গিয়ে প্রাণহানি হওয়ার চেয়ে নির্বাচন থেকে দূরে সরে দাঁড়ালাম। আপনাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব। আমি আপনাদের পাশে ছিলাম এবং পাশে থাকব।’

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন