হোম > সারা দেশ > চট্টগ্রাম

গভীর রাতে চট্টগ্রামে চেকপোস্ট পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫, ২১: ৪৩
চট্টগ্রামে পুলিশের ওপর হামলার অভিযোগে দুজন গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম মহানগরীতে চেকপোস্ট বসিয়ে অটোরিকশা তল্লাশির সময় পুলিশের ওপর হামলা করে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত পাঁচ পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নগরীর কাপ্তাই রাস্তার মাথার মোড়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন নগরীর চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) অসিত নাথ, কনস্টেবল আবদুস সাত্তার, মো. আমিরুল ইসলাম ও ফরিদ শেখ।

এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অটোরিকশার দুই যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন পটিয়া উপজেলার চরকানাই গ্রামের মোরশেদ খান ও বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরা গ্রামের মোহাম্মদ করিম।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, পুলিশ সদস্যরা পুলিশ বক্সের সামনে তল্লাশি চৌকিতে দায়িত্ব পালনকালে একটি সিএনজিচালিত অটোরিকশার দুই আরোহীকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তাঁরা পুলিশ সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাঁরা পুলিশ সদস্যদের ওপর হামলা এবং অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা এবং হামলা করে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অভিযুক্তদের একজনকে দায়িত্বরত পুলিশ সদস্যদের উচ্চ স্বরে গালিগালাজ ও মারধরে উদ্যত হতে দেখা যায়। ঘটনার সময় পুলিশের এক সদস্য তাঁদের আচরণের ভিডিও ধারণ করছিলেন। পরে তাঁকেও মারধর করতে এগিয়ে যায় অভিযুক্তরা।

প্রশাসনের জব্দকৃত দুটি এস্কেভেটর উধাও, ৮ মাস পর চুরির মামলা জিম্মাদারের

কুমিল্লায় শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

নাঙ্গলকোটে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক দলের কেউ নয়, দাবি জেলা যুবদলের

সেকশন