হোম > সারা দেশ > চট্টগ্রাম

পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুর রউফ মারা গেছেন

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মো. আবদুর রউফ (৭৪) মারা গেছেন। গতকাল বুধবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুর রউফ দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন। গত সপ্তাহে তাঁকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বুধবার রাত ১১টার দিকে সেখানকার ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী-সন্তান রেখে গেছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৭টায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ষাইটশালায় তাঁর গ্রামের বাড়িতে প্রথম জানাজা এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে বাদ জোহর রাজারবাগ পুলিশ লাইনে দ্বিতীয় জানাজা ও বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার শেষে আজিমপুর গোরস্তানে তাঁর লাশ দাফন করা হবে।

সাবেক আইজিপি আব্দুর রউফ ছিলেন একজন শিক্ষানুরাগী। তিনি এলাকায় স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন। তাঁর মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য আবুল হাশেম খান, শিল্পপতি এ এস এম আলাউদ্দিন ভূঁইয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আবু জাহের, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর খানসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে।

কক্সবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান জসীমের বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ

পাহাড় কাটা নিয়ে টম অ্যান্ড জেরি খেলতে পারব না: পরিবেশ উপদেষ্টা

ফেনী পলিটেকনিক ছাত্রাবাসে থাকার জন্য লাগবে ডোপ টেস্ট সনদ

বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

বিষাক্ত গ্যাস শোধন পদ্ধতি ‘উদ্ভাবন’ খুদে শিক্ষার্থীদের

বেগমগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাতে হত্যা

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

সেকশন