হোম > সারা দেশ > চাঁদপুর

হাজীগঞ্জে বিএনপিসহ সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপিসহ যুবদল–ছাত্রদলের কমিটি বিলুপ্ত করেছে স্ব স্ব কেন্দ্রীয় সংগঠন। গতকাল শুক্রবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দুটি কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। পরবর্তীকালে দুটি কমিটি ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বিষয়টি নিশ্চিত করেছেন। 

অপর দিকে হাজীগঞ্জ উপজেলা যুবদল, পৌর যুবদল, অধীন সব ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা–পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়ম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত গ্রহণ করেন। এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রেরণ করেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল। 

এ ছাড়া হাজীগঞ্জ উপজেলা, পৌর, কলেজ, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে কারণ হিসেবে উল্লেখ করা হয়, কমিটিগুলো মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্তি করা হয়েছে। শিগগিরই নতুন কমিটি করা হবে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সিদ্ধান্তে এসব কমিটি বিলুপ্তি করার কথা জানানো হয়।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ