রাঙামাটিতে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন 

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ১৭: ২৪

রাঙামাটির বিভিন্ন বিহারে যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপন হচ্ছে প্রবারণা পূর্ণিমা। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার শহরের রাজবন বিহারের সর্গ ঘরে তাবতিংস পূজা করা হয়। এরপর বুদ্ধপূজা, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, বুদ্ধমূর্তি, হাজার প্রদীপসহ নানান দান অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা অংশ নেন। পুণ্যার্থীদের পক্ষে পঞ্চশীল প্রার্থনা করেন চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়। পঞ্চশীল প্রদান করেন রাজবন বিহারের আবাসিক প্রধান ভদন্ত প্রজ্ঞালংকার মহাথের। উপস্থিত ছিলেন–রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার ফরহাদ হোসেন প্রমুখ। 

এ দিকে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমাকে কেন্দ্র করে প্রতিটি বিহারে পুলিশের নিরাপত্তা জোরদার ছিল।

টাকার জন্য ইউপি সদস্য আরিফকে অপহরণ করে হত্যা: পিবিআই

লক্ষ্মীপুরের জনেশ্বরদিঘিতে পরিযায়ী পাখির বিচরণ

আল্লাহর আইন শুধু মুসলমান নয় সবার জন্য: জামায়াতের আমির

টেকনাফে নাফ নদীতে কোস্ট গার্ড-মাদক কারবারিদের গোলাগুলি, নিহত ১