হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাতিয়ায় ডাকাত দলের আস্তানায় কোস্টগার্ডের অভিযান, অস্ত্রসহ আটক ১৪

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালী হাতিয়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ১৪ জন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। ছবি: সংগৃহীত

নোয়াখালী হাতিয়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ১৪ জন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। এ বিষয়ে হাতিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গতকাল রোববার রাত ১২টার সময় তাদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। এর আগে শনিবার দিবাগত রাত ৩টার সময় উপজেলার হরণী ইউনিয়নের চর ঘাসিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৬টি বিভিন্ন সাইজের ছুরি, ৬ টি দা, ১টি এক নলা বন্ধুক, ২টি এলজি উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ ডাকাত দল হাতিয়ার হরণী ইউনিয়নের চর ঘাসিয়ার গহিন জঙ্গলে অবস্থান করে নিরীহ মানুষের ট্রলার, গরু-মহিষ ডাকাতি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত তিনটার সময় স্টেশন কমান্ডার রিফাত আহমেদ একটি টিম নিয়ে তাদের আস্তানায় অভিযান পরিচালনা করেন। এতে ১৪ জন ডাকাতকে অস্ত্রসহ আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, হরণী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বিপ্লব চন্দ্র দাস (৪৬), বিপ্লব চন্দ্র দাসের ছেলে শিমুল চন্দ্র দাস (২২), মিটন চন্দ্র দাস (২১), যুবরাজ চন্দ্র দাস (২৮), ভিবেষ মজুমদার (৩৮), একই ইউনিয়নের মোল্লা গ্রামের মো. আব্দুল্লাহ (২৬), দক্ষিণ জোটখালি গ্রামের রিয়াজ উদ্দিন (২২), চর ঘাসিয়া এলাকার মো. নিজাম উদ্দিন (৬০), চানন্দী ইউনিয়নের পশ্চিম আদর্শ গ্রামের রণজিৎ চন্দ্র দাস (৪৩), হাজী গ্রামের মো. মামুন (২৮), হাসিনা নগর গ্রামের রাজীব চন্দ্র দাস (২৭), রসুলপুর গ্রামের মো. এমরান (৪০), বেগমগঞ্জ থানার অনন্তপুর গ্রামের মো. কাশেম (৫৩) এবং লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের মো. রিয়াজ (২৪)।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ১৪ জন ডাকাতকে অস্ত্রসহ থানা হাজতে হস্তান্তর করা হয়েছে‌। উক্ত বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন