ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জে অটোরিকশার ব্যাটারি চার্জে দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আলমাস হোসেন (৪০) নামের এক অটোরিকশার চালকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা তিনটার দিকে ফরিদগঞ্জ পৌর এলাকার পশ্চিম বড়ালী আজিম বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার শিকার ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মারা যাওয়া যুবক আজিম বাড়ির মৃত মোশারফ হোসেন ছেলে। তিনি তিন সন্তানের জনক।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আলমাস হোসেন তাঁর বাড়িতে অটোরিকশার ব্যাটারিতে চার্জে লাগানোর সময় বিদ্যুতায়িত হন। পরে আহত অবস্থায় বাড়ির লোকজন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলমাসকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) মোজাম্মেল হোসেন জানান, বিদ্যুতায়িত হয়ে আলমাস হোসেনের ডান হাতের দুটি আঙুল পুড়ে গেছে। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।