হোম > সারা দেশ > চাঁদপুর

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় চাঁদপুরে একজনের যাবজ্জীবন

চাঁদপুর প্রতিনিধি

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় চাঁদপুরের ফরিদগঞ্জে মো. নুরুল ইসলাম বেপারী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আজ সোমবার চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদাউস চৌধুরী এই রায় দেন। 

কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তি চরদু: খিয়া গ্রামের দাই বাড়ির মৃত সুলতান আলী বেপারীর ছেলে। 

মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৭ আগস্ট দুপুরের দিকে প্রতিবন্ধী ওই কিশোরীকে পেয়ারার লোভ দেখিয়ে ধর্ষণ করে অভিযুক্ত ব্যক্তি। বিষয়টি কিশোরীর মা আকার-ইঙ্গিতে বুঝতে পারেন। কারণ, এর আগেও অভিযুক্ত বিভিন্ন খাবারের জিনিস দিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু লোক লজ্জার ভয়ে কিশোরীর মা কাউকে কিছু বলতে পারেনি। 

সর্বশেষ ঘটনায় কিশোরী অসুস্থ পড়লে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার তিন দিন পর ২০ আগস্ট কিশোরীর মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ওই দিনই পুলিশ আসামি নুরুল ইসলামকে (৬৫) গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। 

মামলার তদন্ত কর্মকর্তা ফরিদগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম তদন্ত শেষে ২০২১ সালের ৬ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। 

মামলায় সরকার পক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) সাইয়েদুল ইসলাম বাবু আজকের পত্রিকাকে বলেন, ‘মামলাটি দুই বছর চলাকালীন সময়ে নয়জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। সাক্ষ্য গ্রহণ ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আসামি অপরাধী হওয়ায় তার উপস্থিতিতে বিচারক এই রায় দেন।’ 

মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন সেলিম আকবর।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ