চট্টগ্রাম রেলস্টেশনে একটি ঘটনার জেরে প্রাথমিক তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বুধবার তাঁদের বরখাস্ত করা হলেও বিষয়টি আজ বৃহস্পতিবার জানাজানি হয়।
বরখাস্ত হওয়া সদস্যরা হলেন সিপাহী মাইন হাসান রাকিব, লিটন চাকমা ও হাবিলদার মো. রবিউল ইসলাম।
রেলওয়ে পূর্বাঞ্চলের আরএনবির কমান্ড্যান্ট রেজওয়ানুর রহমান বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, চট্টগ্রাম রেলস্টেশনে একটি বাহিনীর এক সদস্যের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে আরএনবির ওই তিনজনকে বরখাস্ত করা হয়। এ বিষয়ে তদন্ত হচ্ছে।