কুবি প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য বের হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী মো. আবদুল কাইয়ুম পুলিশের গুলিতে নিহত হয়েছেন। গতকাল সোমবার আহত হওয়ার পর এনাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।
আবদুল কাইয়ুম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি সাভারের সিআরপি হাসপাতালের পাশের টগরমুড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ কফিল উদ্দিনের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।
আবদুল কাইয়ুমের বাড়িতে উপস্থিত তাঁর সহপাঠী আহমেদ তাশরিফ এ তথ্য নিশ্চিত করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কাইয়ুম মারা গেছে। বর্তমানে আমি তার বাড়িতে আছি। বাদ জোহর তার জানাজা হবে।’
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সোমবার ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে যোগদানের উদ্দেশ্যে বের হলে সাভারে নিউমার্কেট এলাকায় গুলিবিদ্ধ হন আবদুল কাইয়ুম।