হোম > সারা দেশ > কক্সবাজার

পিস্তলসহ পালিয়ে গেলেন স্বামী, গুলিসহ আটক স্ত্রী ও ছোট ভাই

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে গতকাল রোববার রাতে গুলি ও ইয়াবাসহ আটক দেবর-ভাবি। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে ইয়াবা বড়ি ও গুলিসহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তাঁরা সম্পর্কে দেবর-ভাবি। তবে অভিযান টের পেয়ে পিস্তলসহ ওই নারীর স্বামী পালিয়ে গেছেন।

গতকাল রোববার রাতে উপজেলার বালুখালী ৯ নম্বর ক্যাম্পের সি-ব্লকে এই অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা হলেন উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা আবু বক্করের ছেলে মো. সেলিম (২৩) এবং তাঁর ভাইয়ের স্ত্রী আসাম আক্তার (২০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম আজকের পত্রিকাকে বলেন, বালুখালী ৯ নম্বর ক্যাম্পের এক ব্যক্তির বসতঘরে মিয়ানমার থেকে পাচার করা মাদকের মজুত রয়েছে–এমন খবর পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে বিষয়টি রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন পুলিশের সংশ্লিষ্টদের জানিয়ে যৌথভাবে অভিযান চালানো হয়।

দিদারুল আলম আরও বলেন, অভিযানের সময় সন্দেহজনক বসতঘরটি ঘিরে ফেললে তিন-চার ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে তাঁদের মধ্য থেকে দুজনকে আটক করা সম্ভব হয়। পরে ঘরটি তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা অবস্থায় ২০ হাজার ইয়াবা, বিদেশি পিস্তলের ১০টি গুলি জব্দ করা হয়।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে মাদকের চালান এনে তাঁরা ক্যাম্পে মজুত রাখতেন। পরে সেখান থেকে কক্সবাজার শহরের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মাদকগুলো পাচার করে আসছিলেন। অভিযানকালে আটক আসমা আক্তারের স্বামী মো. জামাল বিদেশি পিস্তলসহ পালিয়ে যান। তাঁদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করা হয়েছে।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ