পটিয়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক আতিকুল ইসলাম আলভী ইয়াবা নিয়ে পুলিশের হাতে আটকের আট ঘণ্টার মাথায় অব্যাহতি দিয়েছে জেলা ছাত্রলীগ। গতকাল বুধবার রাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের প্যাডে সভাপতি এস এম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু তাহের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার দায়ে পটিয়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক আতিকুল ইসলাম আলভীকে সংগঠন থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একই সঙ্গে স্থায়ী বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ বরাবর সুপারিশ করা হয়েছে।