চট্টগ্রামের সীতাকুণ্ডে মাইক্রোবাসচাপায় এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোড়ামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সোহান (১০) ঘোড়ামারা এলাকার মোজাহার হোসেনে ছেলে। সে পন্থিশাহ মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, মাদ্রাসায় পড়া শেষে বাড়ির দিকে ফিরছিল সোহান। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোড়ামারা এলাকায় রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শওকত আজকের পত্রিকাকে বলেন, ‘মাদ্রাসাছাত্রকে চাপা দেওয়ার পর মাইক্রোবাসটি রেখে চালক পালিয়ে গেছেন। মাইক্রোবাসটি জব্দ করে ফাঁড়িতে এনে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।