হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় দরজা ভেঙে চীনা নাগরিকের লাশ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীতে চীনা নাগরিক শান হুয়ানমেই (৫৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার নগরীর আশ্রাফপুর নোয়াগাঁও চৌমুহনী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি কুমিল্লা ইপিজেডে পি. ওয়াই গার্মেন্টসের সুপারভাইজার ছিলেন। 

কুমিল্লায় ইপিজেড পুলিশ ফাঁড়ি ইনচার্জ কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে  পাঠানো হয়েছে।’ 

স্থানীয় ও পুলিশের বরাতে জানা যায়, নগরীর নোয়াগাঁও চৌমুহনী বিসমিল্লাহ হাউস নামে একটি ভবনে তৃতীয় তলায় ওই চীনা নারী বসবাস করতেন। সকালে অন্য সহকর্মীরা অফিসে যাওয়ার জন্য ডাক দিয়ে সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুমের দরজা ভেঙে লাশটি উদ্ধার করে। 

কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (ইপিজেড) নির্বাহী পরিচালক আবদুল্লাহ আল মাহবুব আজকের পত্রিকাকে বলেন, চীনা নাগরিক শান হুয়ানমেই কুমিল্লা ইপিজেডের একটি কোম্পানিতে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি তাঁর ভাড়া বাসায় মৃত্যুবরণ করেন। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন। তা ছাড়া বয়সও হয়েছে প্রায় ৫৫ বছর। হাসপাতালসহ অন্যান্য আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। সে বিষয়ে চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন