হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিপৎসীমা ছুঁই ছুঁই কাপ্তাই হ্রদের পানি, রাতে বাঁধ খুলে দেওয়ার সিদ্ধান্ত

রাঙামাটি প্রতিনিধি

কাপ্তাই হ্রদের পানি বাড়ায় বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই পানির বাঁধটি ঝুঁকির মুখে পড়েছে। বাঁধে পানির চাপ কমাতে স্লুইসগেটের ১৬টি দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাঁধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। আজ শনিবার রাত ১০টায় বাঁধের ১৬টি দরজা খুলে দেওয়া হবে।

কাপ্তাই জল বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আবদুজ্জাহের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

১৬টি দরজার প্রতিটি দিয়ে ৬ ইঞ্চি করে পানি ছাড়া হবে। ফলে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি অপসারিত হবে বাঁধ থেকে। বর্তমানে পাঁচটি বিদ্যুৎ উৎপাদন ইউনিট দিয়ে সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি অপসারণ হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাঁধের পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল, সেখানে বর্তমানে পানি হয়েছে ১০৭.৬৬ ফুট এমএসএল। যা বিপৎসীমার কাছাকাছি। 
ব্যবস্থাপক বিবৃতিতে জানান, বেগ আরও বাড়লে পানি ছাড়ার সময় ও পরিমাণ বাড়ানো হবে।

প্রসঙ্গত, ১৯৬০ সালে কাপ্তাই এলাকায় কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে কাপ্তাই জল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়। কর্ণফুলী, রাইক্যং, কাচালং, মাইনী ও চেঙ্গি নদী হয়ে পানি জমে কাপ্তাই হ্রদে। সম্প্রতি এসব নদীর উপরিভাগে ব্যাপক বন্যা দেখা দেওয়ায় এসব পানি এসে জমা হয়েছে কাপ্তাই হ্রদে। তাতে তলিয়ে যায় ঝুলন্ত সেতুসহ হাজারো ঘরবাড়ি।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন