হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঘাইছড়ি উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ আবারও স্থগিত

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জরুরি বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয়। 

এ নিয়ে দ্বিতীয়বার স্থগিত করা হলো বাঘাইছড়ি উপজেলা পরিষদের নির্বাচন। এর আগে ২৯ মে বৈরী আবহাওয়ার কারণে নির্বাচন স্থগিত করা হয়। 

সভা শেষে ভোট গ্রহণ স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা সাংবাদিকদের জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। পরে কখন এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে তা এ সময় জানানো হয়নি। 

সভায় বলা হয়, ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) অবরোধ, অন্যদিকে বৈরী আবহাওয়ার কারণে আগামীকাল রোববার ভোট গ্রহণ কঠিন হয়ে পড়েছে। অবরোধকারীদের সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দেওয়া হলেও তাঁরা প্রত্যাহার করেনি। 

এদিকে, বাঘাইছড়ি উপজেলায় সন্ত্রাসীদের মাধ্যমে নির্বাচনী এজেন্টদের হুমকি ও তাঁদের সশস্ত্র অবস্থানের প্রতিবাদে এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে আজ শনিবার সড়ক অবরোধের ডাক দেয় আঞ্চলিক দল ইউপিডিএফ। 

ইউপিডিএফের অভিযোগ, গতকাল শুক্রবার দুপুরের দিকে তিনটি বড় মাইক্রোবাসে করে ৫০ জনের মতো সন্ত্রাসী বাঘাইহাটে যায়। তারা এখন কর্ণফুলী পেপার মিলের (কেপিএম) পরিত্যক্ত অফিসে সশস্ত্র অবস্থান করছে। এ ছাড়া কয়েক দিন আগে থেকে তারা চেয়ারম্যান পদপ্রার্থী অলিভ চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমিতা চাকমার নির্বাচনী এজেন্টদের হুমকি দিয়ে আসছে।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ