হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় বসত ঘর থেকে যুবককে লাশ উদ্ধার, স্ত্রী আটক

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

এজাহার উদ্দিন বাবলা। ফাইল ছবি

কুমিল্লার লালমাইয়ে বসত ঘর থেকে এজাহার উদ্দিন বাবলা (১৯) নামে এক যুবককে লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই যুবকের স্ত্রীকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়াপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

বাবলা সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকার চন্ডীপুর গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে। তিনি লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়াপুর গ্রামের ইমন হোসেনের ডেইরি ফার্মে কাজ করতেন।

জানা যায়, এজাহার উদ্দিন বাবলার স্ত্রী জান্নাতুল নাঈমকে নিয়ে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়াপুর গ্রামে একটি ভাড়া বাসায় থাকতেন। এক বছর আগে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ভুলুয়াপাড়া গ্রামে বিয়ে করেন তিনি।

বাবলার পাশের কক্ষের বাসিন্দা রবিউল ইসলাম বলেন, ‘এই দম্পতি এক সপ্তাহ আগে কক্ষটি ভাড়া নেন। শনিবার রাত ১১টায় বাবলার স্ত্রী আমাদের ডেকে তাদের কক্ষে নিয়ে যান। আমরা গিয়ে দেখি, বাবলার নিথর দেহ ঘরের মেঝেতে পড়ে আছে। মৃত্যুর কারণ জানতে চাইলে তিনি বলেছেন, তার স্বামী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।’

বাবলার ভাই রায়হান উদ্দিন বলেন, ‘আমার ভাইকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে তার স্ত্রী। এই হত্যাকাণ্ডের বিচার চাই।’

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘মরদেহ উদ্ধার উদ্ধার ও সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মৃতের ভাই রায়হান বাদী হয়ে থানায় একটি মামলা রুজু করেছেন।’

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার