হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম রেঞ্জের সদস্যের সঙ্গে মতবিনিময় আনসার মহাপরিচালকের

বিজ্ঞপ্তি

চট্টগ্রাম রেঞ্জে সব স্তরের সদস্যের সঙ্গে মতবিনিময় আনসার মহাপরিচালকের। ছবি: সংগৃহীত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ গতকাল বুধবার চট্টগ্রাম রেঞ্জে আয়োজিত দরবারে বাহিনীর সব স্তরের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় তিনি নতুন শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীর বিভিন্ন স্তরভিত্তিক লক্ষ্য ও উদ্দেশ্য অনুযায়ী আগামী দিনের পথ পরিক্রমা ও বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।

বৈষম্য দূরীকরণের উদ্যোগ হিসেবে মহাপরিচালক চট্টগ্রাম জেলার প্রশাসনিক, উত্তর ও দক্ষিণ জোনের সরকারি বেসরকারি ও আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংস্থায় অঙ্গীভূত আনসার সদস্য-সদস্যদের মধ্যে নতুনরূপে ইস্যু করার জন্য ৫ হাজার ৭৪৩টি কম্বল বিতরণ করেন। এই ধারাবাহিকতায় সারা দেশে অঙ্গীভূত আনসার সদস্যদের কম্বল ইস্যুকরণ কার্যক্রমের উদ্বোধন করেন। পর্যায়ক্রমে অঙ্গীভূত আনসারদের স্বাস্থ্য, রেশন ও পেনশনসহ বিভিন্ন বৈষম্য ও দুর্দশার ক্ষেত্রগুলো সমাধানের প্রক্রিয়া শিগগিরই দৃশ্যমান হবে।

ভিডিপি-টিডিপি দলনেতাসহ সদস্যদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়া বা কর্মসংস্থানের সুযোগ তৈরির সার্বিক ব্যবস্থাপনা ও সমন্বিত কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে বলে জানান মেজর জেনারেল আবদুল মোতালেব। এ ছাড়া তিনি আনসার ও ভিডিপি সদস্যদের নিজ নিজ ক্ষেত্রে ব্যক্তিগত, পেশাগত ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা গড়ে তোলা ও স্বীয় গণ্ডিতেই সমৃদ্ধি সুনিশ্চিত করার মানসিকতা পরিবর্তনের প্রতি গুরুত্ব দেন।

মেজর জেনারেল আবদুল মোতালেব বলেন, বাইরের কোনো অনিয়মতান্ত্রিক প্রভাবকের ভিত্তিতে বা গড্ডলিকাপ্রবাহে দিনাতিপাত নয় বরং পেশাগত দক্ষতা অর্জন, নৈতিকতা ও বাহিনীর সমৃদ্ধিতে ভূমিকা রাখার ভিত্তিতে নির্ধারিত হবে পদোন্নতি বা দায়িত্বপ্রাপ্তির উপযুক্ততা।

মৌলিক চাহিদা পূরণে সব পর্যায়ের কমান্ডারদের কার্যকর পদক্ষেপ গ্রহণ ও জবাবদিহির ওপর গুরুত্ব আরোপ করে মহাপরিচালক বলেন, ‘বাহিনীর প্রত্যেক সদস্যের সুবিধা-অসুবিধার বিষয় চিহ্নিত করে সেগুলো সমাধানে নিজেদের ভূমিকা পর্যালোচনার সময় এসেছে। অধীনস্থদের কষ্টার্জিত বেতন-ভাতা, ছুটি ও রেশনের বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করা আমাদের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য।’

অনুষ্ঠানে উপমহাপরিচালক মো. সাইফুর রহমানসহ বিভিন্ন পদবির ৮০০ জন বিভিন্ন স্তরের আনসার-ভিডিপি কর্মকর্তা-কর্মচারী ও দলনেতারা উপস্থিত ছিলেন।

শিশু নিখোঁজের গুজব: পোশাক ও নির্মাণশ্রমিকদের সংঘর্ষ

ভূমিহীনের তালিকায় জমির মালিকেরা, অসহায় চরের বাসিন্দারা

ফরিদগঞ্জের প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী মারা গেছেন

বাঁশখালীর সাবেক চার পৌর কাউন্সিলরসহ পাঁচজন কারাগারে

ওয়াসার কোটিপতি গাড়িচালক দম্পতির বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র আমলে নিলেন আদালত

রাউজান বিএনপির ঘোষিত কমিটি বাতিলে ৭২ ঘণ্টার আলটিমেটাম

চাঁদা না দেওয়ায় মাতারবাড়ী সমুদ্রবন্দরের ঠিকাদারি প্রতিষ্ঠানে হামলা

প্রধান শিক্ষকের কক্ষের তালা ভেঙে কাগজপত্রে আগুন দিল দুর্বৃত্তরা

সুবর্ণচরে কীটনাশক ও ভেজাল সার খালে ফেলে নষ্ট

রাউজানে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, উপজেলা সভাপতিসহ আহত ১২

সেকশন