নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের পাঁচলাইশ থানার শুলকবহর এলাকায় এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. ওয়াসিম (৩০) নামে এক হোটেল ম্যানেজারকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে শুলকবহর আব্দুল হামিদ সড়ক এলাকার বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। মেয়েটির বাবা অভিযোগ দিচ্ছেন। সেটি মামলা হিসেবে আমরা নিচ্ছি। অভিযুক্ত খাবার হোটেলের ম্যানেজারকে কাল আদালতে তোলা হবে।
মেয়েটির বাবা আজকের পত্রিকাকে জানান, বিকেল সাড়ে ৩টার দিকে দোকানে তার ছেলেকে রেখে নামাযের জন্য যান। তখন মেয়ে বাসা থেকে ছেলের জন্য দুপুরের খাবার আনে। পরে বাসায় যাওয়ার পথে বিসমিল্লাহ হোটেলের ম্যানেজার মো. ওয়াসিম জোর করে হোটেলে ঢুকিয়ে ধর্ষণচেষ্টা চালায়।
এ সময় খাবার হোটেলটিতে কোনো কাস্টমার ছিল না। তবে একজন কারিগর ছিল। ম্যানেজার জোর করে মেয়েকে হোটেলে ঢোকানোর সময় বিষয়টি দেখে ফেলেন এক পথচারী। তিনি মেয়েটির ভাইকে বিষয়টি বললে, আরও কয়েকজন এসে ম্যানেজারকে ধরে গণধোলাই দেন। পরে পুলিশ গিয়ে আটক করে থানায় নিয়ে আসে।