নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে হয়ে গেল ‘জয় বাংলা কনসার্ট’। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনটিকে স্মরণ করে এ আয়োজন।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) তারুণ্যের প্ল্যাটফর্ম ইয়াং বাংলা প্রতিবছর এ আয়োজন ঢাকায় করলেও এবার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে।
বৃহস্পতিবার ( ৭ মার্চ) বেলা ৩টা থেকে এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হয় জয় বাংলা কনসার্ট। স্থানীয় ব্যান্ডদল ‘তীরন্দাজের’ গানের মাধ্যমে শুরু হয় ২০২৪ সালের এ কনসার্ট। এ আয়োজন শুরুর ঘণ্টা দুয়েক আগে থেকে স্টেজের সামনে ভিড় জমাতে থাকেন উচ্ছ্বসিত তরুণ-তরুণীরা। এবারের কনসার্টে অংশ নিয়েছিল ৯টি ব্যান্ড। যার মধ্যে আছে আর্টসেল, চিরকুট, ক্রিপটিক ফেইট, লালন, অ্যাভোয়েড রাফা, নেমেসিসের মত জনপ্রিয় ব্যান্ডদল।
৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণকে স্মরণ করে তরুণদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ২০১৫ সাল থেকে ইয়াং বাংলার নিয়মিত আয়োজন জয় বাংলা কনসার্ট। মাঝে মহামারির কারণে ২০২১ ও ২০২২ সালে এ আয়োজন করা হয়নি। এবার চট্টগ্রামে যে কনসার্ট আয়োজন করা হয়েছে তা তত্ত্বাবধান করছে চট্টগ্রাম জেলা ও নগর পুলিশ প্রশাসন। কনসার্ট ঘিরে এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
কনসার্টে নারী দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে আলাদা জোন। স্টেডিয়ামের ভেতরেই রাখা হয়েছে খাবার ও পানীয় স্টল।
এদিকে স্টেডিয়ামে জয় বাংলা কনসার্টটি উপভোগ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান রুহেল।
অনুষ্ঠান উপভোগ করতে এসে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়াদে আহমেদ পলক সাংবাদিকদের জানান, এ চট্টগ্রামে অনেক বিপ্লবী ও বীরের জন্ম হয়েছে। চট্টগ্রামের মাটি বিপ্লবী ও বীরদের মাটি। আমরা চাই বঙ্গবন্ধুর আদর্শে উদ্ভুদ্ধ হয়ে আমাদের তরুণ প্রজম্ম ৭ মার্চের চেতনায় উজ্জীবিত হোক।
এদিকে জয় বাংলা কনসার্ট উপলক্ষে সকাল থেকেই নগরীতে ছিল অন্যরকম উন্মাদনা। কনসার্ট শুরু হওয়ার পর তারুণ্যের উল্লাসে মাতে পুরো এম এ আজিজ স্টেডিয়াম। একদিকে মঞ্চে বহমান সুরের ধারা অন্যদিকে গ্যালারি জুড়ে তারুণ্যের উল্লাস। দুইয়ে মিলে একাকার তারুণ্য।