ফেনীতে অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। আজ বুধবার সোনাগাজী উপজেলার দক্ষিণ চর চান্দিয়া আজিজুল হক মাইমুন আরা জুনিয়র হাইস্কুলে কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা সভানেত্রী ও পুলিশ সুপার জাকির হাসানের সহধর্মিণী নুসরাত রহমান। বিশেষ অতিথি ছিলেন ওমানে প্রবাসী বাংলাদেশির প্রতিষ্ঠান আল বারাকা গ্রুপের পরিচালক নাসরিন সুলতানা।
উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সহধর্মিণী উখিং মারমা, থানা পুনাক নেত্রী মুক্তা রায়, সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় ও আল বারাকা গ্রুপের পরিচালক (সিআইপি) আবু ইউসুফ।
প্রধান অতিথি নুসরাত রহমান বলেন, ‘আমরা আছি তোমাদের সাথেই’ স্লোগান সামনে রেখে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সারা দেশে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে। সে ধারাবাহিকতায় পুনাক ফেনী জেলায় অসহায় মানুষদের শীতবস্ত্র বিতরণের এ কর্মসূচি হাতে নিয়েছে।’
তিনি আরও বলেন, ‘শীতার্ত মানুষদের একটুখানি উষ্ণতা এনে দিতে, এই উদ্যোগ অসহায়দের সামান্যতম উপকার হলে আমরা কৃতার্থ হব।’
অনুষ্ঠানে উপজেলার ২৫০ জন অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।