হোম > সারা দেশ > চট্টগ্রাম

মেঝেতে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, স্বামী আটক 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে মুর্শিদা বেগম (৫২) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে। 

আজ রোববার সকাল ৭টার দিকে সদর উপজেলার কাদির হানিফ ৮ নম্বর ওয়ার্ড নিত্যানন্দপুর গ্রামের ছমির হাজির বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। আটক বাচ্চু মিয়া (৬৫) ওই গ্রামের বাসিন্দা। 

স্থানীরা জানান, শনিবার রাতে খাবার শেষে ঘুমিয়ে পড়েন মুর্শিদা। আজ সকালে ওই বাড়ির এক নারী ঘরের মেঝেতে মুর্শিদার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় বাচ্চু মিয়া ওই কক্ষেই ছিলেন। ওই নারী চিৎকার করলে আশপাশের সবাই ঘটনাস্থলে জড়ো হন। পরে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯—এ কল দিলে পুলিশ এসে লাশ উদ্ধার ও বাচ্চু মিয়াকে আটক করে। 

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর নিহতের স্বামী বাচ্চু মিয়াকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বটি দিয়ে গলা কেটে হত্যার কথা স্বীকার করেছেন। 

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে বাচ্চু মিয়া মুর্শিদাকে ঘুমের মধ্যে গলা কেটে হত্যা করেছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। মামলার পর বাচ্চু মিয়াকে গ্রেপ্তার দেখানো হবে।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন