Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঘূর্ণিঝড় রিমাল: লক্ষ্মীপুরে প্রস্তুত ১৮৯ আশ্রয়কেন্দ্র, উপকূলীয় এলাকাজুড়ে মাইকিং

লক্ষ্মীপুর প্রতিনিধি

ঘূর্ণিঝড় রিমাল: লক্ষ্মীপুরে প্রস্তুত ১৮৯ আশ্রয়কেন্দ্র, উপকূলীয় এলাকাজুড়ে মাইকিং

ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় লক্ষ্মীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

ঘূর্ণিঝড় মোকাবিলায় ১৮৯টি আশ্রয়কেন্দ্রকে বসবাসের উপযোগী করে তোলা হয়েছে। পাশাপাশি ৬৪টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। প্রায় সাড়ে ৩০০ মেট্রিক টন চাল ও ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। মজুত রাখা হয়েছে শুকনো খাবার। 

এদিকে রাতে উপকূলীয় এলাকায় ফায়ার সার্ভিস, উপজেলা প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাইকিং করা হয়েছে। চর আবদুল্লাহ, চর গজারিয়া, বয়ারচর, তেলির চর, চর মেঘা, চরকাচিয়া ও জরঘাসিয়াসহ বিভিন্ন চরাঞ্চলের মানুষকে নিরাপদে সরিয়ে নিতে প্রশাসন নানান উদ্যোগ নিয়েছেন। 

এ ছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লক্ষ্মীপুর-ভোলা ও বরিশাল নৌ-রুটে সব ধরনের নৌযান চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 

জেলা প্রশাসক সুরাইয়া জাহান জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ছাড়া ১৮৯টি আশ্রয়কেন্দ্রকে বসবাসের উপযোগী করে তোলা হয়েছে। যেন দুর্যোগের মধ্যে সবাই নিরাপদে আশ্রয় নিতে পারে। ৬৪টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া জেলা ও উপজেলায় কন্ট্রোলরুম খোলা হয়েছে।

চট্টগ্রামে প্রতি লিটার খোলা সয়াবিন ১৬০ টাকা নির্ধারণ

বান্দরবানে ২০ রোহিঙ্গাকে আটক করল বিজিবি

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, বিদেশি পিস্তল উদ্ধার: পুলিশ

কসবায় স্ত্রী-শ্যালিকাকে হত্যা: চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

টেকনাফে অপহরণকারীর আস্তানায় মিলল ১১ নারী ও শিশু

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ

মাতামুহুরী নদীতে মিলল নিখোঁজ কিশোরের হাত-পা বাঁধা লাশ

চট্টগ্রামে খোলা সয়াবিন তেলের দাম লিটার ১৬০ টাকা নির্ধারণ করে দিল প্রশাসন

রাঙামাটিতে পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

বিএনপি ক্ষমতায় গেলে ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে: এ্যানী