Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

শিক্ষক নিয়োগের স্বচ্ছতা নিশ্চিতে জিরো টলারেন্সে আছি: প্রতিমন্ত্রী রুমানা

কুমিল্লা প্রতিনিধি

শিক্ষক নিয়োগের স্বচ্ছতা নিশ্চিতে জিরো টলারেন্সে আছি: প্রতিমন্ত্রী রুমানা

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, ‘প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা জিরো টলারেন্সে আছি। যাতে কোনোভাবে মানুষ প্রতারিত না হন। মানুষ চাকরির লোভে বিভিন্নভাবে প্রতারিত হন।’ 

প্রতিমন্ত্রী রুমানা আরও বলেন, ‘আমরা ডিভাইসের মাধ্যমে যাচাই-বাছাই করে পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে বসিয়েছে। আসল পরীক্ষার্থীর বিষয়টি আমরা নিশ্চিত করেছি।’ 

আজ শুক্রবার সকালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ সময় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী এসব কথা বলেন। 

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘তৃতীয় ধাপে জুন মাসের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে। পর্যায়ক্রমে স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে উত্তীর্ণরা শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন।’ 

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘কোনো আবেদনকারী যেন প্রতারণার শিকার না হন সেজন্য মন্ত্রণালয় সর্বোচ্চ সতর্ক আছে। পরীক্ষার্থীরা সুশৃঙ্খল পরিবেশেই পরীক্ষা দিয়েছেন।’ 
 
কেন্দ্র পরিদর্শনের সময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান ও পুলিশ সুপার আব্দুল মান্নানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

তৃতীয় ধাপে কুমিল্লা জেলায় ৩২ হাজার ১৯৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে নারী ১৪ হাজার ৭৬৭ জন ও পুরুষ ১৭ হাজার ৪৩২ জন।

চৌদ্দগ্রামে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার

টেকনাফে ‘মাদকাসক্ত’ ভাশুরের ছুরিকাঘাতে গৃহবধূ নিহত

গতি আনতে তিন কাজ মিলিয়ে একটি প্রকল্প

নোয়াখালীতে অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৬

আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত সরকার একা নিতে পারে না: মাহফুজ আলম

চলন্ত ট্রেনের ছাদে বসে টিকটক ভিডিও, ছিটকে পড়ে দুই বন্ধু নিহত

জাঙ্গালিয়ায় সড়ক দুর্ঘটনা: নিহত বেড়ে ১০

সিগারেট পানকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

কুতুবদিয়ায় ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে ২ ছাত্রদল নেতা আহত

সেই জাঙ্গালিয়ায় এক দিনের ব্যবধানে ফের সড়ক দুর্ঘটনা, ৭ লাশ উদ্ধার