হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

মায়ের মৃত্যুর একদিনের মাথায় মারা গেলেন ছেলে

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মায়ের মৃত্যুর একদিনের মাথায় জান্টু মোল্লা (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ৮টার দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এই ঘটনা ঘটে। 

মা-ছেলের মৃত্যুর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ইদ্রিস মিয়া। তিনি বলেন, ‘মায়ের মৃত্যুশোকে ছেলের মৃত্যু হয়েছে। বিষয়টি খুবই মর্মান্তিক। শুনেছি তাঁদের শোকে পরিবারের আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন।’ 

জান্টু মোল্লা দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের মৃত ইদ্রিস মোল্লার ছেলে।  তিনি স্ত্রী ও তিন মেয়েসহ আত্মীয়স্বজন রেখে গেছেন। 

জান্টু মোল্লার ছোট ভাই মো. হারুন মিয়া বলেন, ‘আজ (সোমবার) জোহরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বড় ভাইকে দাফন করা হয়েছে। রোববার রাত ৮টার দিকে নিজ বাড়িতে মারা যান বড় ভাই।’ 

স্থানীয় লোকজন জানান, গত শুক্রবার দিবাগত রাতে বার্ধক্যজনিত কারণে মা রেজিয়া খাতুন (৭০) মারা যান। মায়ের মৃত্যুতে মাতম করছিলেন জান্টু মোল্লা। শোক সইতে না পেরে বিলাপ করতে থাকেন তিনি। এর মধ্যেই তাঁর মৃত্যু হয়েছে। 

স্থানীয় বাসিন্দা হুমায়ুন কবীর, সোহাগ ভূঁইয়া ও আলম মোল্লা বলেন, জান্টু মোল্লা মা ভক্ত ছিলেন। শুক্রবার রাতে মায়ের মৃত্যুর পর তিনি লাশের পাশে বসে কাঁদছিলেন। তাঁর মাকে কবর দেওয়ার পর শোক সইতে না পেরে বিলাপ করতে থাকেন তিনি। এরপর গতকাল রোববার রাত ৮টার দিকে বুকে ব্যথা ওঠে। কয়েক মিনিটের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ