কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মিশনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলা সদরের নাইঘর এলাকা থেকে নিষিদ্ধ সংগঠনটির এই সভাপতিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আনোয়ার হোসেন মিশন সদর উপজেলার নাইঘর এলাকার ওয়াদুদ মিয়ার ছেলে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন মিশন সদর দক্ষিণ থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় অভিযুক্ত আসামি।