হোম > সারা দেশ > চট্টগ্রাম

পার্বত্য চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া একেবারে বন্ধ হয়ে আছে: সন্তু লারমা

রাঙামাটি প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেছেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি নিয়ে পার্বত্য চট্টগ্রামের হেডম্যান–কার্বারিরা সচেতন নন। চুক্তি বাস্তবায়ন হলে হেডম্যান–কার্বারিরা আরও সক্ষমতা পাবেন। কিন্তু সে চুক্তি বাস্তবায়ন হচ্ছে না। পার্বত্য চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া একেবারে বন্ধ হয়ে আছে।

আজ বুধবার সকালে রাঙামাটি শহরে আশিকা কনভেনশন হলে পার্বত্য চট্টগ্রামের প্রথাগত প্রতিষ্ঠানগুলোতে নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতকরণ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথি বক্তব্য এ কথা বলেন সন্তু লারমা। বেসরকারি সংস্থা বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) ও প্রোগ্রেসিভ এই কর্মশালার আয়োজন করে।

এ সময় সন্তু লারমা বলেছেন, রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে দিয়ে ১৯৯৭ সালে পার্বত্য চুক্তি সম্পাদন করা হয়েছে। এ চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে বিশেষ যে শাসনব্যবস্থা, সেটা স্বীকার করা হয়েছে। এ চুক্তির মধ্যে দিয়ে হেডম্যান–কার্বারিদের অধিকারের কথা স্বীকার করা হয়েছে। চুক্তি বাস্তবায়ন হলে হেডম্যান–কার্বারিরা আরও সক্ষমতা পাবে। কিন্তু সে চুক্তি বাস্তবায়ন হচ্ছে না। এ বিষয়ে হেডম্যান–কার্বারিদের সোচ্চার হতে হবে। কথা বলতে হবে। কারণ, এ চুক্তি বাস্তবায়নের মধ্যে দিয়ে হেডম্যান–কার্বারিদের অধিকার নিহিত আছে।

কর্মশালায় সন্তু লারমা আরও বলেন, বর্তমানে পার্বত্য চট্টগ্রাম কঠিন এক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে। সেটা উপলব্ধি করতে হবে। ১৯৭২ সালে তৎকালীন সরকার পার্বত্য চট্টগ্রামকে যে বাঙালি ও ইসলামিকরণের ষড়যন্ত্র করেছিল সে ষড়যন্ত্র অব্যাহত আছে। পার্বত্য চট্টগ্রামের মানুষ এখন আইনে চলে সেটা ঠিক নেই। এখনো সামরিক শাসন বিদ্যমান।

তিনি আরও বলেন, হেডম্যান–কার্বারিরা তাঁদের দায়িত্ব যথাযথ পালন করতে পারছে না। সার্কেল চিফ শুধু হেডম্যান–কার্বারি নিয়োগ দিলে হবে না। তাঁদের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করতে হবে। চুক্তি বাস্তবায়নে জন্য হেডম্যান–কার্বারিদের কথা বলতে হবে।

চাকমা সার্কেল চিফ রাজা দেবাশীষ রায় এতে সভাপতিত্ব করেন। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক নিরূপা দেওয়ান। আলোচক হিসেবে বক্তব্য দেন সিনিয়র আইনজীবী সুস্মিতা চাকমা, প্রোগ্রেসিভ নির্বাহী পরিচারক সুচিরতা চাকমা, বিএনপিএসের প্রোগ্রাম ম্যানেজার সঞ্জয় মজুমদার, সিনিয়র সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন