হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফ্লাইওভারে ফাটল দেখে মেয়র বললেন, নিশ্চয় নির্মাণে ত্রুটি আছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

এম এ মান্নান ফ্লাইওভারের (বহদ্দারহাট ফ্লাইওভার) আরাকান সড়কমুখী পাশাপাশি দুটি র‍্যাম্পের পিলারে ফাটল দেখে হতবাক হয়েছেন সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী। আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মেয়র। 

মেয়র সাংবাদিকদের বলেন, ‘আমি তো প্রকৌশলী না। ফাটলের কারণ আমি বলতে পারব না। সাধারণভাবে যেটা বলতে চাই, নিশ্চয় নির্মাণে ত্রুটি আছে, যার কারণে এই ফাটল দেখা দিয়েছে। নির্মাণে ত্রুটি থাকার দরুন এই ফাটলের সৃষ্টি হয়েছে। এখানে প্রকৌশল দৃষ্টিকোণ থেকে কী হয়েছে না হয়েছে, এটা আমার থেকে আমাদের প্রকৌশলীরা ভালো বলতে পারবেন। তারা কারিগরি বিষয় ভালো বলতে পারবেন।’ 

ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গে মেয়র বলেন, ‘আমরা রোড বন্ধ করে দিয়েছি। যেহেতু এ কাজ আমরা করিনি, এটা নির্মাণ করেছে সিডিএ। ত্বরিত ব্যবস্থা নিতে আজকে আমরা সিডিএকে চিঠি দেব। যেকোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। যেভাবে ফাটলের সৃষ্টি হয়েছে, আমি নিজেও দেখে হতবাক হয়েছি। কারণ এই ফ্লাইওভারে আগেও একটা দুর্ঘটনা ঘটেছে। গার্ডার পড়ে অনেক লোক মারা গিয়েছিল।’ 

রেজাউল করিম বলেন, ‘কী কারণে হয়েছে না হয়েছে তদন্তপূর্বক বের করা যাবে। সিডিএ ব্যবস্থা গ্রহণ করবে। যেসব ঠিকাদার কাজ করেছেন, তাঁদের কোনো নির্মাণ ত্রুটি আছে কি না, তা তদন্ত করে বের করে ব্যবস্থা নেবে। আমাদের সহযোগিতা চাইলে আমরা পূর্ণ সহযোগিতা করব।’ 

সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, দুটি কারণে ফাটল দেখা দিতে পারে। একটি নকশাগত ত্রুটি, অন্যটি নির্মাণ ত্রুটি। কী কারণে হয়েছে, সেটা দেখে এই মুহূর্তে বলা যাবে না। তবে ওভারলোডের গাড়ি চলাচলের কারণে এটা হয়েছে। নির্মাণে যুক্ত থাকা প্রতিষ্ঠান ম্যাক্সের সঙ্গে কথা বলেছি। এই র‍্যাম্পটা মূল নকশায় ছিল না। পরে এটা বর্ধিত করা হয়েছে। এ জন্য ডিজাইনের ত্রুটি থাকতে পারে। 

এটি সিডিএ নির্মাণ করেছে, সমস্যার সমাধানে তারাই ব্যবস্থা নেবে। কী পরিমাণ লোড নিতে পারবে, সেটা তারাই হিসাব করে এটি নির্মাণ করেছে। গাড়ি চলাচল না থাকায় ফাটল বড় হওয়ার আশঙ্কা নেই। নিচে চলাচল করা গাড়ির কম্পনের কারণে ফাটল বড় হওয়ার সম্ভাবনা নেই বলে জানান রফিকুল ইসলাম। 

দ্রুত ব্যবস্থা নিতে সিডিএকে চিঠি 
এদিকে পাশাপাশি দুটি র‍্যাম্পের পিলারে ফাটলের বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে সিটি করপোরেশন। আজ মঙ্গলবার সকালে মেয়র এম রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন শেষে এই চিঠি দেন। 

বিষয়টি নিশ্চিত করে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ফ্লাইওভার ভেঙে পড়ার সম্ভাবনা নেই। তবু দ্রুত ব্যবস্থা নিতে সিডিএকে চিঠি দেওয়া হয়েছে। 

এইচএসসির ফল জালিয়াতি: সাবেক সচিবসহ ৪ জনের নামে মামলা

চালের দাম আর বাড়বে না: খাদ্য উপদেষ্টা

পাহাড়ে ভুট্টার আড়ালে গাঁজা চাষ, ৫০ লাখ টাকার গাঁজা ধ্বংস

মাহুতের মমতায় বেড়ে উঠছে ‘বীর বাহাদুর’

ফেনীতে যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

টেকনাফে পরিত্যক্ত নৌকায় মিলল জি–৩ রাইফেল–কিরিচ

মালয়েশিয়া পাঠানোর প্রস্তুতিকালে ১৯ রোহিঙ্গাকে উদ্ধার, গ্রেপ্তার ৩

রাউজানে ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক রাফির ওপর হামলার অভিযোগ

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি: অস্ত্র হাতে থাকা ২ জন গ্রেপ্তার

সেকশন