আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১ হাজার টন ভাঙা পাথর আমদানি করা হয়েছে। গতকাল রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ পাথর আসে। বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের ওয়্যারহাউস সুপারিনটেনডেন্ট মো. সামাউল ইসলাম।
মো. সামাউল ইসলাম বলেন, ভারতীয় ৩৯টি ট্রাকে করে ১ হাজার টন ভাঙা পাথর ভারত থেকে আমদানি হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান নির্ধারিত শুল্ক ও মাশুল পরিশোধের পর পাথরগুলো বন্দর থেকে খালাস করবে।
স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত নির্মাণাধীন চার লেন মহাসড়কের ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস্ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড পাথরগুলো আমদানি করে। আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স খলিফা এন্টারপ্রাইজ এগুলো বন্দর থেকে ছাড়করণের কাজ করছে। আমদানি করা পাথর থেকে আখাউড়া স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষ নির্ধারিত হারে শুল্ক এবং স্থলবন্দর কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের মাশুল আদায় করছে।
মেসার্স খলিফা এন্টারপ্রাইজের প্রতিনিধি মোজাম্মেল হক বলেন, বন্দর দিয়ে নতুন করে আরও ১ হাজার টন ভাঙা পাথর আমদানি করা হয়েছে। রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ পাথর আমদানি করা হয়েছে।