হোম > সারা দেশ > চট্টগ্রাম

তত্ত্বাবধায়ক নয়, জাতি চায় সরকারের প্রভাবমুক্ত নির্বাচন: ইসলামিক ফ্রন্ট 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দেশের শান্তিপ্রিয় জনগণ চায় সরকারের প্রভাবমুক্ত একটি স্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। স্বাধীন কমিশনই পারে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে– এমন মন্তব্য করেছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইর। 

আজ শুক্রবার নগরীর বহদ্দারহাটে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইর বলেন, ‘রাজনৈতিক অঙ্গনে বড় দুই দলের পারস্পরিক যুদ্ধংদেহী অবস্থান ধীরে ধীরে নির্বাচনের পরিবেশকে কলুষিত করছে। তৈরি করেছে ভীতিকর পরিস্থিতি। এমন অবস্থায় শান্তিপ্রিয় জনগণ চায়, সরকারের প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। স্বাধীন ইসিই পারে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে।’

ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দীন বলেন, ‘দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশিদের দৌড়ঝাঁপ, অযাচিত হস্তক্ষেপ কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। রাজনৈতিক দলগুলো ক্ষমতার বাইরে থাকা অবস্থায় বিদেশিদের কাছে একে অপরের বিরুদ্ধে নালিশ জানায়। বিদেশিদের ক্ষমতা মাড়ানোর সিঁড়ি হিসেবে বিবেচনা করে। এ সুযোগেই এরা এ দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলানোর স্পর্ধা দেখায়। যা অত্যন্ত দুঃখজনক।’

আহলে সুন্নত ওয়াল জামাআতের সাংগঠনিক সচিব মুফতি আলাউদ্দিন জিহাদী বলেছেন, ‘ভূমিজ সন্তান হয়েও ফিলিস্তিনিরা স্বদেশে শরণার্থী হয়ে আছে। সাম্রাজ্যবাদী গোষ্ঠীর প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় ইসরায়েলি বাহিনী গাঁজায় নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। গাঁজায় এখন মানবিক বিপর্যয় ঘটেছে। এহেন অবস্থার পরিবর্তন না হলে গোটা মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়িয়ে পড়বে। ফিলিস্তিন রাষ্ট্রের স্বাধীনতাই একমাত্র এমন নেতিবাচক অবস্থার অবসান ঘটাতে পারে।’

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুরের সভাপতিত্বে জনসভা আরও বক্তব্য দেন সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি স ম হামেদ হোসাইন, উত্তর জেলা সভাপতি অধ্যক্ষ ছৈয়দ জসিম উদ্দিন তৈয়বী প্রমুখ।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন