হোম > সারা দেশ > চট্টগ্রাম

৫ লাখ টাকাসহ ঈগলের সমর্থক আটক, উল্টো ম্যাজিস্ট্রেটকে ঘুষের প্রস্তাব 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পাঁচ লাখ টাকাসহ মো. মঈনুল ইসলাম চৌধুরী (৪৮) নামের একজনকে আটক করা হয়েছে। তিনি চট্টগ্রাম-১৫ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থক বলে জানিয়েছেন অভিযানের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে সেই পাঁচ লাখ টাকা জব্দ করা হয়। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। 

আজ শনিবার দুপুরে সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী। 

তিনি জানান, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মঈনুলকে আটক করা হয়। তাঁর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে পাঁচ লাখ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের সমর্থক বলে জানিয়েছেন। 

আরাফাত সিদ্দিকী আরও বলেন, হাতেনাতে ধরা খেয়ে একপর্যায়ে তিনি ম্যাজিস্ট্রেটকে বিষয়টি ধামাচাপা দিতে ঘুষ প্রস্তাব করে। তাঁর বিরুদ্ধে মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর আওতায় অভিযোগ গঠন করা হয়। একই সঙ্গে অভিযোগ স্বীকার করায় অভিযুক্তকে দণ্ডবিধি আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া জব্দকৃত পাঁচ লাখ টাকা সরকারি কোষাগারে চালানের মাধ্যমে জমা করার নির্দেশ দেওয়া হয়। 

উল্লেখ্য, চট্টগ্রাম-১৫ (আংশিক সাতকানিয়া ও লোহাগাড়া) আসনে মোট প্রার্থী হয়েছেন সাতজন। তাঁদের মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন। এ ছাড়া আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব ঈগল নিয়ে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ আলী হোসাইন মোমবাতি, বাংলাদেশ কল্যাণ পার্টির মুহাম্মদ সোলাইমান কাসেমী হাতঘড়ি, জাতীয় পার্টির মোহাম্মদ ছালেম লাঙ্গল, ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ হারুন মিনার এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. জসিম উদ্দিন ছড়ি প্রতীক প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন