হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেসবুকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটূক্তি, যুবকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে মুহাম্মদ হারুন (৩৪) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ সোমবার বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির চৌধুরীর আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশের কাউন্টার টেররিজম বিভাগকে তদন্তের নির্দেশ দেন। 

অভিযুক্ত যুবক চট্টগ্রামের ভুজপুর থানার শাপলেজা টিলা গ্রামের বাসিন্দা। অন্যদিকে মামলার বাদী চট্টগ্রামের ভুজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মো. সেকান্দার। 

বাদীপক্ষের আইনজীবী ও জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মামলার বাদী উল্লেখ করেন-গত ১৭ এপ্রিল আসামি মুহাম্মদ হারুন তাঁর ফেসবুক আইডি থেকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভুজপুর উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে করে ভয়ানক বিদ্বেষমূলক বক্তব্য প্রদান করেছেন। 

এর মাধ্যমে সামাজিক ও রাজনৈতিকভাবে বিদ্বেষ ছড়ানোয় আসামির বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২১ (১) ও (২), ২৫ (১) (ক) (খ), ২৫ (২) ধারায় মামলা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশের কাউন্টার টেররিজম বিভাগকে তদন্তের আদেশ দেন।’ 

এ সময় অ্যাডভোকেট সঞ্জীব কুমার ধর, আজাহারুল হক, মোহাম্মদ মহসীন, মাহামুদুন্নবী শিমুল, জাহেদুল ইসলাম, হাদী মোহাম্মাদ উল্লাহ, আফজাল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন