কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলীতে বন্য হাতির আক্রমণে এক দিনমজুর নিহত হয়েছেন। আজ বুধবার ভোর পৌনে ৪টার দিকে উপজেলা বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর সুন্দবীপাড়ায় এ ঘটনা ঘটে। হাতিটি তার শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন করে ফেলে। এ ঘটনার পর হাতি অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।
নিহত দিনমজুরের নাম মোহাম্মদ আলী আকবর (৩৫)। তিনি একই এলাকার মৃত এনামুল হকের ছেলে। পেশায় রাজমিস্ত্রি ছিলেন। এ ঘটনার পর সকাল থেকে দুপুর পর্যন্ত কেইপিজেড ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করে স্থানীয়রা। এ সময় কেইপিজেডের পাহাড় থেকে হাতি অপসারণের দাবি জানান তাঁরা।
কর্মসূচিতে অংশ নেওয়া নিহতের চাচাতো ভাই সাইফুল ইসলাম বলেন, ভোর পৌনে ৪টার দিকে পাহাড় থেকে নেমে একটি হাতির দল আমাদের বাড়িতে তাণ্ডব চালায়। এ সময় পাশের মোহাম্মদ জসিমের দোকানে ভাঙচুর করাসহ তাকে আক্রমণ করে। তার চিৎকারে ঘর থেকে বের হয়েছিল আলী আকবর। হাতির পালটি মুহূর্তের মধ্যে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় মেরে ও পায়ে পিষ্ট করে আলী আকবরকে ঘটনাস্থলেই মেরে ফেলে।
তিনি আরও বলেন, হাতিগুলোকে অপসারণের দাবিতে আমরা আজ কেইপিজেডে অবস্থান কর্মসূচি পালন করি। হাতি অপসারণের জন্য তিন সপ্তাহের মধ্যে পদক্ষেপ নেবেন বলে কেইপিজেড কর্তৃপক্ষ আমাদের আশ্বাস দেন।
নিহতের মা জোহরা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, একমাত্র ছেলেটার আয় দিয়ে সংসারের চলতো। আমার শেষ হয়ে গেল।
স্থানীয় বাসিন্দা জুনায়েদ আলম শাফী বলেন, পাহাড় থেকে হাতিগুলো প্রতিদিনই নেমে আসে লোকালয়ে। একের পর মানুষের মৃত্যু হলেও কেইপিজেডে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না হাতিগুলো সরানোর ব্যাপারে। তাই আমরা কেইপিজেডে অবস্থান কর্মসূচি পালন করছি।
এর আগে গত মঙ্গলবার সকালে উপজেলার বটতলী পুরোনো আশ্রয়ণ প্রকল্পের পেছনের পাহাড়ে হাতির আক্রমণে নিহত এ বৃদ্ধার শরীরের খণ্ডাংশ উদ্ধার করা করের স্বজনেরা। ওই বৃদ্ধা উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের মৃত ছৈয়দ নুরের স্ত্রী। তিনি ২০১৪ সাল থেকে বটতলী সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে থাকতেন।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন ও কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাত বলেছেন, হাতির আক্রমণে কর্ণফুলীতে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারকে সরকারি নিয়ম অনুসারে ক্ষতিপূরণ দেওয়া হবে।
এদিকে কেইপিজেড কর্তৃপক্ষ জানিয়েছে, এলাকাটি ঐতিহাসিকভাবে বালির ঢিবি ছিল। কেইপিজেডের প্রকৃতি সংরক্ষণের উদ্যোগের ফলে হাতির পালসহ আরও অনেক স্তন্যপায়ী প্রাণী এই জায়গায় বসবাসের জন্য আকৃষ্ট হয়। বারবার উদ্বেগ প্রকাশ করে বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলেও, তারা এসব হাতি স্থানান্তরে কোনো আগ্রহ দেখায়নি।
কেইপিজেডের ডেপুটি জেনারেল ম্যানেজার মুশফিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, স্থানীয়দের সঙ্গে আজও বৈঠক হয়েছে হাতি অপসারণের বিষয়ে। কেইপিজেড কর্তৃপক্ষের জন্য বন্য হাতি একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সব সময় একটা ভয়ের মধ্যে থাকা লাগে। কারণ আগে থেকে বলা যায় না হাতিগুলো কোন দিক থেকে আসবে। হাতিগুলোর স্থানান্তরের জন্য কেইপিজেড কর্তৃপক্ষ সরকারের সঙ্গে বারবার যোগাযোগ করেছে এবং তাদের পূর্ণ সহযোগিতার প্রস্তাব দিয়েছে।