Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে বিস্ফোরণে আহত কলেজছাত্রের অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে বিস্ফোরণে আহত কলেজছাত্রের অবস্থা আশঙ্কাজনক

চট্টগ্রামের বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন ফাহাদ হোসেন (২১)। বন্ধুদের ডাকে সাড়া দিয়ে গিয়েছিলেন ডবলমুরিং ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে। এ সময় পাশে পানির ট্যাংক বিস্ফোরণে দগ্ধ হয়ে এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তিনি। বর্তমানে ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি আছেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে ডবলমুরিং থানার আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতাল এলাকায় পানির রিজার্ভ ট্যাংক বিস্ফোরণে চারজন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে একজন এই ফাহাদ হোসেন।

চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর বাঁচার আশা ক্ষীণ। কারণ তাঁর শরীরের ৯০ শতাংশই পুড়ে গেছে। আহতদের মধ্যে ফাহাদ হোসেন ছাড়াও ৮০ শতাংশ পুড়ে গেছে শ্রমিক জহিরুল ইসলামের। অপর শ্রমিক নয়নের পুড়েছে ৭০ শতাংশ, আরেকজন মাসুমের পুড়েছে ৫০ শতাংশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক রাকিব হাসান গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, চারজনেরই অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে ফাহাদ, জহির ও নয়নের জরুরিভিত্তিতে আইসিইউ প্রয়োজন। পরে গতকাল রাতেই তাঁদের ঢাকায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে চারজনই ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি রয়েছেন।

আহত মাসুম একটু একটু কথা বলতে পারছেন। তিনি বলেন, ‘ইসলামী ব্যাংক হাসপাতালের টাংকি পরিষ্কার করছিলেন। ১০ মিনিট কাজও করেন। এরই মধ্যে হঠাৎ বিস্ফোরণ। তারপর আগুন। জ্ঞান ফিরে দেখি, আমি হাসপাতালে।’

ফাহাদ হোসেনের মা নাজমা আক্তার একজন পোশাকশ্রমিক। বাবা আব্দুল কাদের সিএনজিচালিত অটোরিকশাচালক। তাঁদের বাসা আগ্রাবাদ বন্দরটিলা এলাকায়।

গতকাল চমেকের বার্ন ইউনিটের সামনে কান্নাজড়িত কণ্ঠে নাজমা আক্তার বলেন, ‘এবার ফাহাদের ডিগ্রিতে ভর্তি হওয়ার কথা ছিল। দুপুর ১টায় তার সঙ্গে কথাও হয়েছে। কিছুক্ষণ পর শুনি ছেলের দুর্ঘটনার খবর।’

নাজমা আক্তার বলেন, ‘ফাহাদ বন্ধুর ডাকে সাড়া দিয়ে ওইখানে গিয়েছিল। এরই মধ্যে দুর্ঘটনা। চিকিৎসকেরা দ্রুত ঢাকায় নিয়ে যেতে বলেছে। আমরা এখন কী করব?’

ফাহাদের বন্ধু আবু তালহা নয়ন বলেন, ‘আমরা হাসপাতালের একটু দূরে ছিলাম। ফাহাদ হেঁটেই আসছিল। হঠাৎ বিস্ফোরণে সে দগ্ধ হয়।’

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত

উপদেষ্টার প্রতিশ্রুত দুই দিন শেষ, কাটেনি তেলের সংকট

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

চট্টগ্রামে ওয়াসার পানিতে লবণাক্ততায় ক্যাবের উদ্বেগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: দুই মামলায় দুজন কারাগারে

কমলনগরে স্ত্রীর যৌতুক মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে

শিকার শেষে জবাই ৭০০ পাখি, তিনজন গ্রেপ্তার

কুমিল্লায় গোমতী নদীর মাটি কাটার অপরাধে ৭ ট্রাক জব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন

রাউজানে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার