হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভূগর্ভস্থ পানি দিয়ে লবণ উৎপাদনে ঝুঁকছেন কুতুবদিয়ার চাষিরা

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কুতুবদিয়া উপকূলীয় এলাকায় এবার সমুদ্রের পানির বদলে ভূগর্ভস্থ পানি দিয়ে লবণ উৎপাদন করছেন চাষিরা। গত বছর থেকে মাটির নিচে ১৮০ থেকে ২০০ ফুট গভীরে পাইপ বসিয়ে ডিজেল ইঞ্জিন চালিত অগভীর নলকূপ দিয়ে পানি উত্তোলন করে লবণ উৎপাদন করা হচ্ছে। সমুদ্রের পানির চেয়ে এই ভূগর্ভস্থ পানিতে বেশি লবণ উৎপাদিত হচ্ছে বলে জানিয়েছেন চাষিরা।

লেমশীখালী ইউনিয়নের আফাজ উদ্দিন সিকদারপাড়ার লবণচাষি শফি আলম বলেন, ‘নলকূপের পানি দিয়ে বেশি লবণ উৎপাদিত হচ্ছে। জ্বালানি তেলের ব্যয় বেশি হলেও লবণ উৎপাদন পর্যাপ্ত হচ্ছে। তাই এ পদ্ধতিই লবণ উৎপাদন করছি।’

একই এলাকার লবণচাষি মোহাম্মদ তারেক বলেন, ‘সাগরের পানি দিয়ে যেখানে প্রতি কানিতে (প্রায় এক বিঘা) ৩০০ মণ লবণ উৎপাদন হতো, সেখানে নলকূপের পানি দিয়ে লবণ উৎপাদিত হচ্ছে ৪০০ মণ। আর শীত মৌসুমে লবণ উৎপাদনের জন্য নলকূপের পানিই বেশি উপযোগী। এ সময় নলকূপের পানিতে লবণাক্তের পরিমাণ বেশি থাকে। ফলে চার দিনের মধ্যে লবণ উৎপাদন করা সম্ভব হচ্ছে।’

এ বিষয়ে লেমশীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোছাইন আজকের পত্রিকাকে জানান, নলকূপের পানি দিয়ে লবণ উৎপাদন বেশি হওয়ায় লবণচাষিরা এ পদ্ধতিতে ঝুঁকছেন। গত বছর নলকূপের পানি দিয়ে লবণ উৎপাদন বেশি হয়েছে। এ জন্য চলতি বছর এ পদ্ধতিতে বেশির ভাগ চাষি লবণ উৎপাদন করছেন। শুধু তাই নয়, চলতি মৌসুমে লবণের ভালো বাজারদর থাকায় খুশি চাষিরা।

চেয়ারম্যান আরও বলেন, নলকূপের পানি দিয়ে লবণ উৎপাদনে ব্যয় হচ্ছে বেশি। তাই নলকূপের পানি দিয়ে লবণ উৎপাদনে ব্যয় কমাতে সরকারের প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

চলতি বছর কুতুবদিয়ায় প্রায় ১৫০ একর জমিতে নলকূপের পানি দিয়ে লবণ উৎপাদন করা হচ্ছে বলে জানান বিসিক কক্সবাজার কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা মনজুর আলম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘লবণ উৎপাদনও হচ্ছে বেশি। তবে, এতে ব্যয় বৃদ্ধি পাচ্ছে। তাই ব্যয় কমানোর জন্য লবণচাষিদের সোলার দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে সরকার।’

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন