হোম > সারা দেশ > চট্টগ্রাম

চকবাজারে চসিকের উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর চকবাজারে অবৈধ স্থাপনা ও আবর্জনা উচ্ছেদে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। বুধবার বিকেলে চকবাজার এলাকার কাঁচাবাজার থেকে ফুলতলী সড়ক পর্যন্ত তাঁরা এই অভিযান চালায়। এ সময় সড়কের দুই পাশে অবৈধভাবে বসানো ৭০ থেকে ৮০টি স্থায়ী ও ভাসমান দোকান উচ্ছেদ করা হয়। ভিডিও কলে যুক্ত হয়ে পরিচ্ছন্ন বিভাগের এই অভিযান পর্যবেক্ষণ করেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

এ সময় মেয়র রেজাউল করিম বলেন, নালা-নর্দমা আর খালে ময়লা-আবর্জনা ফেলে যারা পানি চলাচলে বাধা সৃষ্টি করছে, তাঁরা অবিবেচক। নগরীতে বাস করার কোনো অধিকার তাঁদের নেই। নগরবাসী যদি সচেতন না হয় তাহলে সুন্দর বসবাসযোগ্য নগরী আমরা পাব না। অসচেতন নাগরিকদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।

অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী বলেন, সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়। দেখা যায়, এখানে রাস্তার দুই পাশে ভ্যানগাড়ি এবং স্থায়ীভাবে দোকান গড়ে তোলা হয়েছে। বেশিরভাগই তরি-তরকারির দোকান। এসবের আশপাশে জমে থাকা আবর্জনা সরাতে প্রায় ছয়টি ট্রাক লেগেছে বলেও তিনি উল্লেখ করেন। আগামী ১৫ দিন প্রতিদিন সড়কটিতে উচ্ছেদ অভিযান চালানো হবে।

উচ্ছেদের সময় আরও উপস্থিত ছিলেন চসিকের অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী, প্রণব শর্মা ও হাসান রশিদ।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ