হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাদ্রাসায় না যাওয়ায় মেয়েকে বকাঝকা, ঘরে ঢুকে মিলল ঝুলন্ত মরদেহ

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ। পরিবার বলছে, মাদ্রাসায় যাওয়া নিয়ে বকাঝকা করায় সে আত্মহত্যা করেছে। আজ বুধবার দুপুরের দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব চরগনেশ এলাকায় এ ঘটনাটি ঘটে। 

ওই মাদ্রাসাছাত্রীর নাম—রোকশানা আক্তার আকলিমা (১৪)। সে ওই এলাকার মোহাম্মদ হারুন ও কামরুন নাহার দম্পতির মেজো মেয়ে। স্থানীয় ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী ছিল রোকশানা। 

পুলিশ, পরিবার ও স্থানীয়রা বলছে, ক্লাসের সময় হওয়ায় প্রতিদিনের মতো রোকশানাকে মাদ্রাসায় যেতে বলেন তার বাবা। এ সময় রোকশানা ক্লাসে যাবে না বলে জানায়। পরে এ নিয়ে তার মা কামরুন নাহার  বকাঝকা করে তার বাবা হারুন বাইরে চলে যান। এ দিকে মেয়ের জন্য স্বামীর বকাঝকা শোনায় রোকশানাকে বকেন তার মা। এরই একপর্যায়ে ঘরে চলে যায় রোকশানা। এদিকে মাথাব্যথা করায় পাশের ঘরে গিয়ে মাথায় পানি দিচ্ছিলেন তার মা কামরুন নাহার। 

পরে যোহরের নামাজ শেষ করে বাড়ি ফিরে হারুন রোকশানার খোঁজ করলে, সে ঘরে আছে বলে জানান কামরুন নাহার। এ সময় হারুন ঘরে ঢুকে দেখেন ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলে আছে মেয়ে রোকশানার মরদেহ। 

এ ঘটনায় স্থানীয় কাউন্সিলর নাজিম উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘রোকশানা নামের একটি মেয়ে আত্মহত্যা করেছে, এমন খবর পেয়ে তাদের বাড়িতে যাই। পরে প্রশাসনের লোকজনকে খবর দেওয়া হয়। তারা এসে সুরতহাল করে মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘ওই মেয়ের বাবা-মাকে জিজ্ঞেস করলে তারা জানায়, মাদ্রাসায় না যাওয়ায় বকাঝকা করার কারণে গলায় ওড়না দিয়ে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।’ 

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক একরামুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘মাদ্রাসার শিক্ষার্থীর আত্মহত্যার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রোকশানার মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

পরিবারের পক্ষ থেকে অপমৃত্যুর ডায়েরি করা হয়েছে বলে জানিয়েছে সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন