Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে একাদশে কলেজ পায়নি সাড়ে ৭ হাজার শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে একাদশে কলেজ পায়নি সাড়ে ৭ হাজার শিক্ষার্থী

চট্টগ্রামে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে তিন দফা আবেদন শেষে কলেজ পায়নি ৭ হাজার ৪০২ জন শিক্ষার্থী। এই নিয়ে উৎকণ্ঠা দেখা দিলেও কোনো শিক্ষার্থীর পড়াশোনার ব্যাঘাত হবে না বলে জানান চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা। এ ব্যাপারে আন্তবোর্ড সমন্বয় কমিটি শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বসে সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। 

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্যমতে, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য তিন দফায় মোট আবেদনকারীর সংখ্যা ১ লাখ ২০ হাজার ৪৭৭। আর ভর্তির জন্য মনোনীত হয়েছে ১ লাখ ১৩ হাজার ৭৫ জন। এখনো ৭ হাজার ৪০২ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তি হতে পারেনি। আর এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৫৪ হাজার ৮১৯ জন। এর মধ্যে ১ লাখ ২০ হাজার ৮৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। 

কলেজ না পাওয়া শিক্ষার্থী মোহাম্মদ তাহজিবের অভিভাবক মো. রফিক আজকের পত্রিকাকে বলেন, ‘এসএসসি পাস করার পর একাদশে ভর্তির জন্য আমার সন্তান বিভিন্ন কলেজে আবেদন করে। এখনো কোনো কলেজে ভর্তির জন্য মনোনীত হয়নি। এ নিয়ে চিন্তায় আছি।’ 

এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জাহেদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘৭ হাজার ৪০২ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির জন্য মনোনীত না হলেও সমস্যা নেই। তাদের ব্যাপারে আন্তবোর্ড সমন্বয় কমিটি মন্ত্রণালয়ের সঙ্গে বসে সিদ্ধান্ত নেবে। কেউ পড়াশোনার বাইরে থাকবে না। চিন্তার কারণ নেই।’ 

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা দশটি কলেজের জায়গায় হয়তো কম কলেজ পছন্দক্রম হিসেবে দিয়েছে। মেধাতালিকা অনুযায়ী এসব শিক্ষার্থী যেসব কলেজ পাবে না, তারা সেসব কলেজই পছন্দক্রম হিসেবে দিয়েছে হয়তো। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি চলবে। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত

উপদেষ্টার প্রতিশ্রুত দুই দিন শেষ, কাটেনি তেলের সংকট

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

চট্টগ্রামে ওয়াসার পানিতে লবণাক্ততায় ক্যাবের উদ্বেগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: দুই মামলায় দুজন কারাগারে

কমলনগরে স্ত্রীর যৌতুক মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে

শিকার শেষে জবাই ৭০০ পাখি, তিনজন গ্রেপ্তার

কুমিল্লায় গোমতী নদীর মাটি কাটার অপরাধে ৭ ট্রাক জব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন

রাউজানে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার