Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাঁদপুরের আ.লীগ নেতা জসিম ঢাকা থেকে গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের আ.লীগ নেতা জসিম ঢাকা থেকে গ্রেপ্তার
জসিম উদ্দিন। ছবি: সংগৃহীত

হত্যা মামলায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা জসিম উদ্দিনকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ বৃহস্পতিবার হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক এই তথ্য জানান।

গ্রেপ্তার জসিম উদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান।

মামলার বিবরণে জানা গেছে, গত বছর ৪ আগস্ট নিজ বসতবাড়ির সামনে হাজীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হিমেলের বাবা আজাদ সরকারকে কুপিয়ে গুরুতর আহত করেন দুর্বৃত্তরা। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই তিনি কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে মারা যান।

এই ঘটনায় ১৪ আগস্ট হাজীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ছেলে হিমেল সরকার। মামলায় মামলার এজাহারে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়। ওই মামলার নামীয় আসামি হিসেবে গতকাল (৮ জানুয়ারি) রাতে রাজধানী থেকে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে র‍্যাব ও পুলিশের একটি আভিযানিক দল।

ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ‘যৌথ বাহিনীর অভিযানে ঢাকা থেকে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাকে ঢাকা থেকে এনে আদালতে সোপর্দ করা হবে।’ এই মামলায় অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

ছয় ট্রলারসহ আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী

রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা: প্রধান আসামি চসিকের সাবেক কাউন্সিলর জসিম অবশেষে গ্রেপ্তার

দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে মুদ্রাস্ফীতির সঙ্গে মিল রেখে

বৈষম্যবিরোধী পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, ৫ ঘণ্টা পর মুক্তি

চাঁদার জন্য যুবককে মারধর, যুবদল নেতা কারাগারে

ফেসবুক লাইভে এসে ‘জয় বাংলা’ স্লোগান, যুবলীগ কর্মী আটক

কাপ্তাইয়ে পানির সংকট, শুধু এক ইউনিটে বিদ্যুৎ উৎপাদন

শহীদ সামাদ ভাইদের স্বপ্ন আমাদের পূরণ করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

চকরিয়ায় থানার ফটকে সাংবাদিককে মারধর করে ছিনতাই

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত